ভাইরাল

দারুণ আইডিয়া! নামী কফিশপে বসে অর্ধেকেরও কম দামে খেলেন কফি, যুবকের বুদ্ধিমত্তার প্রশংসা নেটিজেনদের

রেস্তোরাঁয় মাঝেসাঝে খেতে যান সকলেই। রেস্তোরাঁয় বসে আমরা অনেক সময়ই আশা করি যদি খাবারের দামে কোনও অফার থাকে বা কোনও ছাড় পাওয়া যায়। এবার নামী কফিশপে বসেই সেখানকার কফি অর্ধেকেরও কম দামে খেলেন এক যুবক। ভাবছেন তো কীভাবে এটা সম্ভব?

আজকালকার দিনে আমরা সকলেই অল্পবিস্তর অনলাইনে খাবার অর্ডার করে থাকি। অনেক সময়ই অনলাইনে খাবার অর্ডারে অনেক ছাড় মেলে। আর কোনও রকমের ঝক্কি ছাড়াই খাবার চলে আসে আমাদের দোরগোড়ায়। সম্প্রতি একটি টুইট বেশ ভাইরাল হয়েছে। এক যুবক গিয়েছিলেন নামী কফিশপ স্টারবাকসে কফি খেতে। সেখান এক কাপ কফির দাম ৪০০ টাকা। তার উপর কাউন্টারে দাঁড়িয়ে বিল দেওয়ার জ্বালা তো রয়েছেই।

অনলাইন অর্ডারে খাবার অর্ডারে নানান রকম ছাড় থাকে, কুপন থাকে, যা অফলাইনে থাকে না। আর সেই কারণেই ওই যুবক ঘটালেন অদ্ভুত ঘটনা। স্টারবাকসে বসে সেখানকার কফিই জোম্যাটোতে অর্ডার করেন তিনি। অর্ডারে কিছু ছাড় পান ওই যুবক। নিয়ম মতো তাঁর অর্ডার ডেলিভারি করার জন্যে একজনকে নিযুক্ত করা হয়। তিনি পৌঁছে যান স্টারবাকসে। কাউন্টার থেকে কফি নিয়ে তা দিয়ে আসেন যুবকের টেবিলে। আর এমন ছাড়ের ফলে ৪০০ টাকা দামের কফি ওই যুবক পেয়ে যান মাত্র ১৯০ টাকায় তাও আবার সেই কফিশপে বসেই।

কম দামে কফি খাওয়ার এই কৌশল টুইটারে শেয়ার করেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে। ভাইরাল হয়েছে ওই টুইটটি। তবে যুবক জানিয়েছেন, এই প্রথম বার নয়। এর আগেও একাধিক রেস্তোরাঁয় খেতে গিয়ে এমন কাজ করেছেন তিনি। তাতে রেস্তোরাঁ নির্ধারিত দামের তুলনায় অনেক সস্তায় তিনি খাবার পেয়েছেন। এ বিষয়ে ওই কফিশপ সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে যুবকের এই বুদ্ধিমত্তার বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা।

Back to top button
%d bloggers like this: