নিউজ

বিয়ের আগে নবদম্পতির চুক্তিতে স্বাক্ষর! পিৎজা থেকে শপিং, সবই রয়েছে সেখানে

বিয়ের সময় পাত্র-পাত্রী নিজেদের মধ্যে অনেক শর্ত বা চুক্তি করে থাকেন, তবে সেগুলো সবই সামাজিক সংস্কৃতির মধ্যে পরে। কিন্তু এক নবদম্পতি নিজেরা বিবাহবন্ধনে আবদ্ধ হ’ল স্বাক্ষরিত চুক্তি মধ্যে দিয়ে। ব্যাপারটা কী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনব এক চুক্তিতে নবদম্পতি সই করার পর তারা বিয়ে করলেন। যা দেখা মাত্রই ঝড়ের বেগে শেয়ার করছেন মানুষ।

ওই চুক্তিতে আছে, ‘প্রতি মাসে শুধু একটি পিৎজা।’বরের কাছ থেকে মাসে একটি পিৎজা চাই কনের। শুধু তাই নয়, প্রত্যেক রবিবার দুপুরের লাঞ্চ বানাতে হবে বরকে এবং ১৫ অন্তর কনেকে নিয়ে শপিং করতে নিয়ে যেতে হবে। এখানেই শেষ হয়নি চুক্তি, রাতে পার্টি থাকলে বরকে নিয়ে যেতে হবে।

ভাইরাল হওয়া নবদম্পতির নাম, মিন্টু রায় এবং শান্তি প্রসাদ। তাঁরা দু’জনে একই কলেজে পড়তেন। সেখান থেকে প্রেম। সম্প্রতি বিয়ে করলেন তাঁরা।

Back to top button
%d bloggers like this: