আন্তর্জাতিক

শপথ নিলেন নরেন্দ্র মোদী। আবুধাবির বহুতলে আলোকসজ্জায় তেরঙা এবং মোদীর ছবি।

বিপুল ভোটে জয় লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার কেন্দ্রে বিজেপি সরকার। এবং ফের গতকাল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নরেন্দ্র মোদী।

মোদীর শপথগ্রহণে গতকাল সেজে উঠেছিল রাষ্ট্রপতিভবন। উপস্থিত হয়েছিলেন দেশি- বিদেশি কয়েকহাজার অতিথি৷ ভারতের বিভিন্ন জায়গাতেই গতকালকের এই জাঁকজমকপূর্ণ মেগা ইভেন্ট দেখনো হয়েছিল জায়েন্ট স্ক্রিনে। মোদীর শপথগ্রহণকে কেন্দ্র এতোটাই উত্তেজনা ছিল যে কাল এই রাজ্যেরও নানান স্থানে বিজেপির পক্ষ থেকে পথচলতি মানুষদের খাওয়ানো হয় কমলাভোগ মিস্টি এবং লাড্ডু৷

 

তবে শুধুমাত্র দেশেই এই চিত্র নয় ৷ বিদেশেও যে মোদী শপথগ্রহণ করে কেন্দ্র করে যথেষ্ট মজেছে তা বোঝা গেলো আবুধাবিতে। গতকাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথগ্রহণ করা নরেন্দ্র মোদীর সম্মানে আলোকসজ্জার মাধ্যমে আবুধাবির বহুতলে ফুটে উঠলো তাঁর ছবি। সঙ্গে ভেসে উঠলো ভারতের তেরঙাও।

যখন ভারতে শপথগ্রহণ করছিলেন নরেন্দ্র মোদী তখন সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির অ্যাডনক গ্রুপ টাওয়ারে ভেসে উঠলো সংযুক্ত আরব আমিরশাহি এবং ভারতের জাতীয় পতাকা। এরপর ফুটে ওঠে মহম্মদ বিন জায়েদ এবং নরেন্দ্র মোদীর ছবি৷ সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবনীত পুরী সেই ভিডিও পোস্ট করে জানান যে, এটিই সত্যিকারের বন্ধুত্ব৷

Leave a Reply

Back to top button
%d bloggers like this: