আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার শিল্পসফরের মধ্যেই ঘোষণা হয়ে গেল খাস স্পেনে

শিল্প সফরের জন্য স্পেন গিয়েছেন মমতা বন্দ্যো পাধ্যায়। সেখানে গিয়ে তিনি প্রথমেই বৈঠক করে লা লিগা প্ রেসিডেন্ট হ্যাভিয়ার টেবাসের সঙ্গে। গত বৃহস্পতিবার ছিল সেই বৈঠক। সেই বৈঠকেই কলকাতা তথা বাংলার ফুটবলের জন্য এক নতুন দিগন্ত খুলে যায়। কলকাতায় ফুটবল অ্যাকাডেমি তৈরির জন্য লা লিগা র সঙ্গে একটি চুক্তি সাক্ষর করলেন মমতা বন্দ্যোপ াধ্যায়। এদিন মমতার সঙ্গে বৈঠকের পর টুইটারে তা নিয়ে ন িজের প্রতিক্রিয়া দিলেন হ্যাভিয়ার টেবাস।

কিন্তু এই টুইট করতে গিয়েই এক গোলমাল ঘটিয়ে ব সলেন তিনি। নিজের সেই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চ িমবঙ্গের প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলেন তিনি । আর তা নিয়েই বেশ চর্চা শুরু হয়েছে। যদিও স্প্যানিশ ভাষার টুইটে মমতা বন্দ্যোপাধ্ যায়কে প্রধানমন্ত্রী বললেও ইংরেজি ভাষার টুইটে তাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেই সম্ বোধন করেছেন তিনি। কিন্তু তাঁর স্প্যানিশ টুইট নিয়ে চর্চার শেষ হ য়নি।

বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য জোট বেঁধেছে দ েশের নানান বিরোধী রাজনৈতিক দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। কানাঘুষো শোনা যাচ্ছে, অনেকেই নাকি চাইছেন ইন্ড িয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে মমতা বন্দ্যোপ াধ্যায়কে প্রধানমন্ত্রী করা হোক। আর তৃণমূল তো তা দীর্ঘদিন ধরেই চেয়ে আসছে। এবার তাই লা লিগার প্রেসিডেন্ট মমতাকে বাংলার প ্রধানমন্ত্রী বলায়, তা নিয়ে যে চর্চা হবেই, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, লা লিগার সঙ্গে সেদিন আনুষ্ঠানিকভাব ে ওই চুক্তি সইয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ াধ্যায় বলেন, “বেঙ্গল মিনস বিজনেস। মানুষ যেমন মধুমেহ থাকলেও মিষ্টি না খেয়ে থাকত ে পারে না, কলকাতা তথা পশ্চিমবঙ্গও তাই। বাংলার যে কোনও গ্রামে চলে গেলে একটা ফুটবল অন্ তত দেখা যাবেই। দেখা যাবে ছোট ছোট ছেলদনার সঙ্গ ে ফুটবল খেলছে”।

বাংলাতেও মেসি-রোনাল্ডো তৈরি করতে চান মমতা

“আপনারা কলকাতায় আ সুন। জমি নিয়ে কোনও চিন্তা নেই। কোনও কিছু নিয়েই আপনাদের ভাবতে হবে না। সরকার সব রকম সাহায্য করবে। আমাদের শুধু একটাই চাওয়া। যেভাবে আপনারা মেসি-রোনাল্ডে তৈরি করেছেন, তেমন ই কলকাতার চ ড়ে তুলুন। “”

Back to top button
%d bloggers like this: