আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের কাছ থেকে একাধিক ভারতীয়দের অপহরণ তালিবানের

কাবুল ছাড়ার জন্য বিমানবন্দদরে অপেক্ষা করছিলেন প্রায় ১৫০ জন। এদের সকলকে তালিবানরা অপহরণ করেছে বলে জানা গিয়েছে। একাধিক আফগান সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

তবে এই খবরের সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে সরকারি কোনও মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে যে ১৫০ জনকে তালিবানরা অপহরণ করেছে, তাদের মধ্যে একাধিক ভারতীয়ও রয়েছেন।

আরও পড়ুন- পিছু হটছে তালিবানরা, আফগানিস্তানের তিন জেলা মুক্ত তালিবানি শাসন থেকে, উড়ল আফগানি পতাকা

বিমানবন্দরের কাছে একটি পুলিশ স্টেশনে এই অপহৃতদের রেখেছে তালিবানরা এমনটাই জানা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে তাল্বান জঙ্গিরা। এই পরিস্থিতিতে ব্যাকচ্যানেলের মাধ্যমে আলোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। নিউ ইয়র্কের সাংবাদিক শারিফ হাসান টুইটারে এই তথ্য দিয়েছেন।

কিন্তু এই অপহরণের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন তালিবানি মুখপাত্র। তালিবান মুখপাত্র আহমেদুল্লাহ ওয়াসেকের কথায়, এরকম কোনও ভিনদেশি নাগরিককে অপহরণ কার হয়নি। তাঁর বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে তাদের পাহারা রয়েছে। বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু কাউকে অপহরণ করা হয়নি। তবে এদিকে Etilaatroz নামক আফগান সংবাদ সংস্থার দাবী, ভারতীয়দের বিমানবন্দরে পাঠানোর আগে তালিবানরা তাঁদের পাসপোর্ট খতিয়ে দেখছে।

আরও পড়ুন- খুন-হামলা-ধর্ষণের আখড়া হয়ে উঠেছে বীরভূম, সিবিআইয়ের পেশ করা রিপোর্টে তোলপাড় রাজ্য

প্রসঙ্গত, আজ সকালে ভারতীয় বায়ুসেনার সি-১৩০-জে বিমান কাবুল বিমানবন্দর থেকে ৮৫ জন ভারতীয়দের নিয়ে উড়ে যায় তাজিকিস্তানে। তাজিকিস্তানে সুরক্ষিতভাবে বিমান ল্যান্ড করেছে বলে জানা গিয়েছে। বেশিরভাগ ভারতীয়দের কাবুল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনা এই বিমান আজ সকালে উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই এই অপহরণের ঘটনা ঘটে। কাবুল বিমানবন্দরের বাইরে তখন ওই ভারতীয়রা অপেক্ষা করছিলেন।

Back to top button
%d