প্রেম করো, অঘটন ঘটিও না! সামনেই প্রেম দিবস, এর আগেই বিনামূল্যে ক’ন্ডো’ম বিলি করার সিদ্ধান্ত নিল সরকার

সামনেই রয়েছে ভ্যালেন্টাইনস ডে। প্রেম দিবসে যাতে প্রেমিক-প্রেমিকারা আবেগে ভেসে গিয়ে কোনও অঘটন না ঘটিয়ে বসে, এর জন্য আগে থেকেই ব্যবস্থা নিল সরকার। প্রেম যত খুশি করো কিন্তু কোনও অঘটন যেন না ঘটে – এটাই যেন ট্যাগ লাইন সরকারের। সেই কারণেই বিনামূল্যে সাড়ে ৯ কোটি ক’ন্ডো’ম বিলি করার সিদ্ধান্ত নিল সরকার।
সরকারের মূল উদ্দেশ্য তিনটি – যৌ’নরোগ থেকে দূরে রাখা, নিরাপদ যৌ’ন’তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধ। সেই কারণে গতকাল, বুধবার থেকেই বিনামূল্যে ক’ন্ডো’ম বিলি করা শুরু করল থাইল্যান্ডের সরকার।
থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক এই বিষয়ে জানান যে চারটি সাইজের ক’ন্ডো’ম পাওয়া যাবে। নানান সরকারি হাসপাতাল, ওষুধের দোকান ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে মিলবে ক’ন্ডো’ম। যাঁরা বিনামূল্যে ক’ন্ডো’ম নিতে চান তাঁদের, একটি বিশেষ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে নিজেদের স্মার্টফোনে। সেখানে নিজের নাম রেজিস্টার করাতে হবে।
এরপর যে কোনও একটি ওষুধের দোকান, কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র বেছে নিতে হবে। তারপর সেখানে গেলেই ক’ন্ডো’ম পাওয়া যাবে বলে জানা গিয়েছে। যদি কারোর স্মার্টফোন না থাকে, তাহলে থাই নাগরিক হিসেবে যে কোনও একটি পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত পরিষেবা কেন্দ্রে বিনামূল্যে ক’ন্ডো’মের জন্য নাম নথিভুক্ত করা যাবে।
থাই সরকারের তরফে জানানো হয়েছে, নিরাপদ যৌ’ন’তা নিয়ে সচেতনতার প্রচারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌ’নরোগ মানে শুধুমাত্র এইচআইভি বা এইডস নয়। যৌ’নরোগের তালিকায় রয়েছে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিসের মতো নানান রোগও। এই রোগগুলিও অসুরক্ষিত যৌ’ন সংসর্গ থেকেই ছড়ায়। আর সঠিক সময়ে এর চিকিৎসা না করালে তা মারাত্মক আকার ধারণ করে।
সরকারের কথায়, এইডস নিয়ে যতটা খোলাখুলিভাবে সচেতনতার প্রচার হয়, বাকি রোগগুলির ক্ষেত্রে তেমনটা হয় না। কিন্তু সবক্ষেত্রেই সমান সচেতনতার প্রয়োজন রয়েছে। কোনও ধরণের যৌ’নরোগ এড়াতে গেলে অসুরক্ষিত যৌ’ন সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। যে কোনও ধরণের যৌ’ন সম্পর্ক থেকেই যৌ’নরোগ ছড়াতে পারে। সেই কারণে শা’রী’রি’ক সম্পর্কের সময় ক’ন্ডো’ম ব্যবহার করা অত্যন্ত জরুরি।