আন্তর্জাতিক

‘আমি দেখতে অত্যন্ত সুন্দরী, সেই জন্যই পুলিশ পাকড়াও করেছে আমাকে’, গ্রেফতার হওয়ার পর অদ্ভুত দাবী করলেন তরুণী

রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বিল না মিটিয়েই পালিয়ে গিয়েছিলেন এক তরুণী। শেষমেশ তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। এরপরই তরুণী দাবী করেন যে তিনি অত্যন্ত সুন্দরী, সেই কারণেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাসে।

সংবাদ সংস্থা সূত্রে খবর অনুযায়ী, এক ২৮ বছর বয়সি তরুণী একটি রেস্তরাঁয় গিয়েছিলেন কিছুদিন আগে। কিন্তু খাওয়ার পর বিল না মিটিয়েই সেখান থেকে পালিয়ে যান ওই তরুণী, এমনটাই অভিযোগ করা হয় ওই রেস্তোরাঁর তরফে। দ্য লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশকে ডাকা হয়। কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে যান তরুণী।

সেই তরুণীর খোঁজ শুরু করে পুলিশ। পরে হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীরা পুলিশকে ওই তরুণীর বিষয়ে খবর দেন। কর্মীরা জানান যে পুলিশ যে তরুণীকে খুঁজছে, তার সঙ্গে বিমানবন্দরে উপস্থিত থাকা এক তরুণীর অনেক মিল রয়েছে। খবর পেয়েই বিমানবন্দরে ছোটে পুলিশ। সেখান থেকে পাকড়াও করা হয় ওই তরুণীকে।

পুলিশ তাকে গ্রেফতার করলে ওই তরুণী দাবী করেন যে তিনি নাকি সুন্দরী বলে বলেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এমনকি, তরুণী এমনও অভিযোগ করেন যে পুলিশ কর্মীরা নাকি তাকে ধ’র্ষ’ণের চেষ্টাও করেছেন।

Back to top button
%d bloggers like this: