কলকাতা

বর্ষবরণের রাতে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! ট্র্যাফিক পুলিশকে সজোরে ধাক্কা মারল গাড়ি, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কনস্টেবল

বর্ষবরণের রাতে ঘটে গেল এক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির দৌরাত্ম্যের জেরে গুরুতর আহত ট্র্যাফিক পুলিশ। ট্র্যাফিক পুলিশ কনস্টেবলকে সজোরে ধাক্কা মেরে পালাল গাড়িচালক। নাকা তল্লাশি চলাকালীন ঘটল এই ঘটনা।

এই দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন তিলজলা ট্র্যাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তী। পাঁজরে চোট লাগে তাঁর। বাকি পুলিশ কনস্টেবলরা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, গতকাল, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঝড়ের গতিতে একটি গাড়ি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। চায়না টাউনের কাছে কর্তব্যরত গার্ড তপনবাবু নাকা চেকিংয়ের জন্য গাড়িটি আটকাতে যান। কিন্তু গাড়িটি থামে নি। গাড়িটি ওই পুলিশকর্মীকে সজোরে ধাক্কা মারে। ওই পুলিশকর্মী গাড়ির ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত দশটা নাগাদ মত্ত যুবকদের হাতে আক্রান্ত হয়েছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার এএসআই এসকে পাত্র। রাতেরবেলা নাকা তল্লাশি চালানোর সময় হেলমেটবিহীন সেই বাইক আরোহীদের আটক করে ট্রাফিক পুলিশ।

এর জেরে জরিমানার জন্য চালান কাটা হয়। এরপরই দলবল নিয়ে সেই যুবকরা চড়াও হয় পুলিশের উপর। গুরুতর আহত হন সেই ট্রাফিক সার্জেন্ট ও সার্ভে পার্ক থানার এএসআই। এরপর চার অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছিল পুলিশ।

Back to top button
%d