কলকাতা

আদৌ কতটা অসুস্থ? সন্দেহ প্রকাশ করে পার্থকে এসএসকেএমে ভর্তির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি

পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কশাল আদালতের তরফে। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। গতকাল, শনিবার গভীর রাতেই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। আজ, রবিবার সেই শুনানি হতে পারে।

প্রায় ২৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর গতকাল সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এদিনই শিল্পমন্ত্রীকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। ২ দিনের জেল হেফাজত হয় তাঁর। তবে এদিন এজলাসেই অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণে বিচারক তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেন।

আর এরপরই পার্থকে হুইলচেয়ারে করে নিয়ে এসএসকেএমে যাওয়া হয়। কার্ডিওলজি বিভাগের ১৮ নং বেডে ভর্তি হন তিনি। তাঁর চিকিৎসায় তৈরি হবে মেডিক্যাল বোর্ড। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে ভর্তি করানোয় আপত্তি ছিল ইডির। তাঁরা জানিয়েছিলেন যাতে মন্ত্রীকে জোকার ইএসআই হাসপাতাল অথবা কমান্ডে ভর্তি করানো হয়। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি।

সেই কারণে শনিবার রাতেই পার্থকে এসএসকেএমে ভর্তির সিদ্ধান্তকে চ্যালেমঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। তাদের দাবী, পার্থকে এভাবে এসএসকেএমে ভর্তি করানোর নির্দেশ আইনভাবে ঠিক নয়। শুধু তাই-ই নয়, পার্থর অসুস্থতা নিয়েও বেশ সন্দিহান ইডি আধিকারিকরা। আর সেই কারণেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে রবিবারই শুনানির আর্জি জানিয়েছেন তারা।

বলে রাখি, গতকাল পার্থকে এসএসকেএম নাকি জোকার ইএসআই নাকি কমান্ডে ভর্তি করা হবে, তা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়। এসবের মাঝেই দেখা যায় যে পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় গাড়ি করে। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা হয় তাঁর।

ফের গাড়ি করে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় পার্থকে। সেখানে ICCU-তে ১৮ নং বেডে তাঁকে ভর্তি করা হয় তাঁকে। পার্থ চট্টোপাধ্য়ায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড তৈরি হবে বলে জানা যায়। চিকিৎসকরা বেশ কয়েকটি পরীক্ষা করে তাঁর শারীরিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। মানসিক চাপের জন্যই এই অসুস্থতা, প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে।

Back to top button
%d bloggers like this: