পানশালায় বাঁদরছানাকে শিকল দিয়ে বেঁধে ফুর্তি ম’দ্য’পদের, ভিডিও দেখেই ফুঁসে উঠলেন পশুপ্রেমীরা, অভিযোগ দায়ের কলকাতার নাইটক্লাবের বিরুদ্ধে

কলকাতার নাইটক্লাবে ফুর্তি করা হচ্ছে বাঁদরছানাকে নিয়ে। তাও আবার শিকল দিয়ে বাধা রয়েছে ওই বাঁদরছানা। এমন ভিডিওই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর এমন অমানবিক ভিডিও দেখে রাগে ফুঁসে উঠলেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে টিনা মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনামিকা চক্রবর্তীরা। শেক্সপিয়র থানায় দায়ের করা হল অভিযোগও।
ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় চক্রবর্তী পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ভিত্তিতে এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার সূত্রপাতজ্ঞত শুক্রবার। হো চি মিন সরণির ‘টয়রুম’ নামের এক নাইটক্লাবে সার্কাস থিমের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই শিকল দিয়ে বাঁধা কচি বাঁদরছানাদের দেখা যায়। বেশ ছন্দের তালে নাচতে দেখা যায় তাদের। কখনও আবার চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা যায়।
ওই পানশালায় আসা লোকজন আবার আদর করে দেদার টানাহেঁচড়াও করছে বাঁদরছানাকে। শুধু তাই নয়, ম’দ্য’প অবস্থায় বাঁদরছানাগুলির উপর অত্যাচার করার অভিযোগও ওঠে ওই নাইটক্লাবে আসা অতিথিদের বিরুদ্ধে। আর সেই ঘটনার ভিডিওই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সরব হন নানান তারকা পশুপ্রেমীরা। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লেখেন, “আপনারা যদি ভেবে থাকেন একটি অসহায় বাঁদরছানাকে ব্যবহার করে আপনাদের সার্কাস থিম পার্টিকে আরও কুল করে তুলবেন, তাহলে আমি দুঃখিত! অত্যন্ত লজ্জার বিষয়”।
এই ঘটনার ভিডিও শেয়ার করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, “কতটা নিচে নামতে পারে? যে লোকগুলো পার্টিতে গিয়ে এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাঁদের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? সেই সময় কেউ থামায়নি? মানুষের সমস্যাটা কী”?
View this post on Instagram
এই ঘটনার আবার সাফাই দেওয়া হয় টয়রুম কলকাতার তরফে। তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে জানানো হয়, ওই বাঁদরছানা বা মাদারিকে আনার পিছনে নাইটক্লাবের কোনও ভূমিকা নেই। ক্লাবে ঢুকতে চেয়েছিলেন মাদারি কিন্তু তাতে অনুমতি দেওয়া হয়নি। সেই কারণে তিনি বাঁদরছানা নিয়ে মলের সামনে বসেছিলেন। বাঁদরছানাদের কোনও অত্যাচার বা নিগ্রহ করা হয়নি বলে জানায় ওই নাইটক্লাব। টয়রুম কলকাতা কর্তৃপক্ষের মতে, তারা সকল পশুদের প্রতি সংবেদনশীল।
View this post on Instagram