ফের বড়সড় সময়সূচীর বদল কলকাতা মেট্রোতে, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মেট্রো কর্তৃপক্ষ, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

মেট্রোর সময়সূচীতে ফের এল বদল। এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই সময়সূচীর বদল?
আসলে, আগামী ২৮শে মে অর্থাৎ রবিবার রয়েছে রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষা। আর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই ওইদিন মেট্রোর সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। ২৮শে মে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধার মুখে না পড়তে হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত।
এমনিতে প্রত্যেক রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ১৩০টি মেট্রো চলে। এবার ওই দিনটিতে চলবে ১৪৬টি। আবার দু’ঘণ্টা আগে থেকেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর–কবি সুভাষ ট্রেনের সময়সূচিতে বদল করা হল। ২৮ মে, রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৭টায়।
পরীক্ষার্থীদের সুবিধার্থেই রবিবার মেট্রোর সময়সূচীতে এই বদল। তবে এদিন শেষ মেট্রো পরিষেবায় কোনও বদল আসছে না। সম্প্রতি আবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। সেই কারণে ৬ই মে থেকে ১১ই জুন পর্যন্ত প্রতি শনি ও রবিবার কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টায়, এমনটাই জানানো হয়েছে।
তবে ২৮শে মে রবিবার থাকা সত্ত্বেও ওইদিন সকাল ৭টা থেকেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা সিভিল সার্ভিস পরীক্ষা থাকার কারণে। মেট্রোর এই খবর বেশ নিশ্চিন্ত পরীক্ষার্থীরা। সাধারণত, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে সারাদিন আপ–ডাউন মিলিয়ে ৭৩টি করে মোট ১৩০টি ট্রেন চলে। এবার সেটা বদলে ১৪৬টি মেট্রো চলবে। যা পরীক্ষার্থীদের বাড়তি সুবিধা দেবে। মেট্রোর জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না তাদের।
মেট্রোর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “২৮শে মে রবিবার সিভিল সার্ভিস পরীক্ষা আছে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে, পাওয়ার ব্লকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি আপাতত বাতিল করা হয়েছে। রবিবার আমরা ১৪৬ ট্রেন চালাচ্ছি। যেটা সাধারণত আমরা ১৩০টি ট্রেন চালিয়ে থাকি। প্রথম ট্রেন চালু হবে কবি সুভাষ–দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায়। এটা সাধারণত রবিবার দিন সকাল ন’টায় চালু হয়। তবে শেষ ট্রেনটি রাত ৯টা ২৭ মিনিটে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরে যাবে”।