বেলা বাড়লেই তাপপ্রবাহ, বিকেলে স্বস্তি দেবে বৃষ্টি, আবহাওয়ার বড়সড় পরিবর্তন, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাব কাটতেই বাংলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। গত সোমবার ৮৪ কিলোমিটার বেগে আছড়ে পড়ে কালবৈশাখী। এর জেরে প্রাণ হারান ৬ জন। মঙ্গলবারও কিছু জেলায় বৃষ্টি হলেও কলকাতায় হয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় ছিল। এবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বৃষ্টি নামবে জেলায় জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বুধবার থেকে আগামী কয়েকদিন বেলা বাড়তেই গরমও বাড়বে। এর সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বিকেলের পর থেকেই আবহাওয়া বদলাবে। হবে প্রবল বৃষ্টি। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯০ শতাংশ।
জানা গিয়েছে, শনিবার পর্যন্ত সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। আবহাওয়া দফতরের তরফে বজ্রপাতের পূর্বাভাস ও সতর্কতা আগেই পাওয়ার জন্য দামিনী অ্যাপ ব্যবহারের কথা বলা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে আবার মৌসম ভবন সূত্রে খবর, চলতি বছর রাজ্যে বর্ষা দেরিতে ঢুকবে। এমনিতে মৌসুমী বায়ু প্রথমে প্রবেশ করে বাংলায়। এর জেরেই মোটামুটি ৮ জুন নাগাদ বাংলায় বর্ষা নামে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি বছর কেরলে দেরি করে ঢুকবে বর্ষা। আর এর জেরে বাংলার মানুষও বর্ষার মুখ দেখবেন দেরিতেই।