খাস কলকাতার নামী এই কলেজে বাংলা মাধ্যমে পড়ে ভর্তি হওয়া যাবেনা! কলেজের নির্দেশিকা ঘিরে তুঙ্গে বিতর্ক

বাঙালিরাই ক্রমশ বাঙালির অবহেলা করছে। বাংলাতেই ক্রমশ পিছিয়ে পড়ছে বাংলা ভাষা। ভূলন্ঠিত হচ্ছে বারবার। হিন্দি, ইংরেজি ভাষার আধিক্য এবং প্রাধান্যে ক্রমশই নিজের গৌরব হারাচ্ছে বাংলা। আর এবার খাস কলকাতার একটি কলেজে জানিয়ে দিল বাংলা মাধ্যমে পড়াশোনা করে এলে তাদের কলেজে ভর্তি হওয়া যাবে না।
হ্যাঁ, বাংলা ভাষা বিতর্কে এবার বিদ্ধ হল কলকাতার স্বনামধন্য লরেটো কলেজ। ওই কলেজের তরফে প্রকাশিত একটি নির্দিষ্ট অনুযায়ী সেখানে স্পষ্টতই জানানো হয়েছে, বাংলা নয়, ইংরাজি মাধ্যম স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই কলেজে ভর্তির আবেদন করা যাবে। এখানেই অবশ্য শেষ নয় ওই কলেজ কেন ইংরাজি ভাষাকে প্রাধান্য দিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছে উক্ত নোটিসে।
কলেজের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, যেহেতু লরেটো কলেজে পড়াশোনার প্রধান মাধ্যম ইংরাজি। যেখানে সবটাই হয় ইংরাজি মাধ্যম ভাষায়। সেখানে ভিন্ন ভিন্ন মাধ্যম থেকে স্কুলে পড়াশোনা করে আসা পড়ুয়াদের ‘অসুবিধা’র কথা মাথায় রেখেই এই নির্দেশনা জারি করেছে বলে জানা যাচ্ছে কলেজ সূত্রে। বিতর্কবিদ্ধ হয়ে তাঁদের দাবি বাংলা বা অন্যান্য মিডিয়ামে পড়াশোনা করে এসে এই কলেজে করলে ভর্তি হওয়া যাবে না, একথা বলা হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থেই নাকি এই নির্দেশিকা জারি করা হয়েছিল বলে সাফাই দিয়েছে কলেজ।
তবে যথারীতি লরেটো কলেজের এই বাংলা বিদ্বেষ দেখে রীতিমতো রাগত বাঙালি সমাজ। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। খোদ বাংলার বুকে একটি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে নিজেদের বাংলা বিদ্বেষ এইভাবে প্রকাশ্যে জাহির করতে পারে? এমন বিজ্ঞপ্তি এই কলেজ কীভাবে দিল? তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
উল্লেখ্য এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। আর এই বিষয়ে মুখ খুলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশীষ দাস জানিয়েছেন, যে বিশ্ববিদ্যালয় তরফে এইরকম কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। কিন্তু কেন হঠাৎ লোরেটো এমন বিজ্ঞপ্তি প্রকাশ করল সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।