কোনও গান নয়, এবার আস্ত এক ইউটিউব চ্যানেল নিয়ে হাজির মদন মিত্র, শারদীয়ার বিশেষ উপহার তৃণমূলের ‘কালারফুল’ বিধায়কের

তিনি হলেন ‘কালারফুল’ বিধায়ক। তিনি যাই করেন, তাই-ই যেন একটু ভিন্ন ধরণের। গত বছর পুজোতে তিনি নতুন গান উপহার দিয়েছিলেন নিজের অনুগামীদের। তবে এই বছর আর নতুন কোনও গান নয়, আস্ত এক ইউটিউব চ্যানেলই নিয়ে হাজির হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
মদন মিত্র নিজে যিনি এত কালারফুল মানুষ, তাঁর ইউটিউব চ্যানেলের লঞ্চটাও যে বেশ কালারফুলভাবেই হবে, তা তো বলাই বাহুল্য। নানান অনুষ্ঠানেই তাঁকে দেখা যায় পাঞ্জাবি পরতে। আর নিজের ইউটিউব চ্যানেলের লঞ্চের দিনও সেই একই পোশাকে দেখা গেল তাঁকে।
গতকাল, মঙ্গলবার কুমোরটুলি থেকে নিজের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেন মদন মিত্র। এদিন তাঁকে দেখা গেল লাল-সাদা পাঞ্জাবি ও রোদ চশমা চোখে। বিধায়ককে ঘিরে সুন্দরীদের ভিড়ও চোখে পড়ল বটে। উত্তর কলকাতার কুমোরটুলির সেই গলিও যেন মদন মিত্রের ছোঁয়ায় আরও বেশি রঙিন হয়ে উঠল এদিন।
কুমোরটুলিতে এখন প্রতিমা গড়ার প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মাঝে গতকাল দুপুরের দিকে বেজে উঠল ‘বাজল তোমার আলোর বেণু’। এই গানেই নেচে উঠলেন মহিলারা। দুর্গাপুজোর এক পরিবেশ তৈরি হল এদিন। আর এই পরিবেশের মাঝেই মদন মিত্র লঞ্চ করলেন নিজের ইউটিউব চ্যানেল।
মদন মিত্র এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই ফেসবুকে লাইভ করে নানান আপডেট দেন তিনি। এবার থেকে তাঁর অনুগামীরা তা সমস্ত আপডেট এবার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও পাবেন। তাঁর জীবনের নানান অজানা খবর জানতে পারবেন রাজ্যবাসী। সকলকে তাঁর এই ইউটিউব চ্যানেলটি দেখার অনুরোধও করে মদন মিত্র।