‘অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত’, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দাবী জানালেন মমতা

ভারতরত্ন হল দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। সেই সম্মানেই ভূষিত হওয়া উচিত বলি তারকা অমিতাভ বচ্চনের। শুধুমাত্র সিনেমা জগতের তাঁর কৃতিত্বের জন্যই নয়, সু-নাগরিক হিসেবে তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য। আজ, বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা পর্বের মঞ্চ থেকে এমনটাই দাবী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। এদিন নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হওয়া এই সূচনায় বসেছিল চাঁদের হাট। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তো ছিলেনই, আর ছিলেন বলি ও টলিপাড়ার একঝাঁক তারকা। সস্ত্রীক উপস্থিত ছিলেন বলিউডের শাহানশাহ অমিতাভ বচ্চন। ছিলেন বাদশা শাহরুখ খান, রানি মুখার্জী, অরিজিৎ সিং। টলিপাড়া থেকে মঞ্চ মাতালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি, শ্রাবন্তী, সায়ন্তিকারা।
এদিন সূচনা অনুষ্ঠানে ভারতীয় সিনেমার দীর্ঘ ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন বিগ বি। সমাজের সঙ্গে সিনেমার সম্পর্ক, সিনেমা কীভাবে সময়ের দলিল হয়ে থেকেছে যুগে যুগে সে ব্যাপারে বিস্তারিত ভাষণ দেন প্রবীণ এই অভিনেতা।
এরপরই মঞ্চে ভাষণ রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যদিও অফিশিয়ালি নয়। তবু এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলব। ভারতরত্ন অমিতাভ বচ্চনজি”। মুখ্যমন্ত্রী আরও বলেন, “অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত”।