কলকাতা

কলকাতাবাসীর কপালে দহনজ্বালাই রয়েছে, ৪০ ডিগ্রিতেই থাকবে তাপমাত্রা, স্বস্তি নেই, বৃষ্টি নিয়ে আশার খবর কী দিল হাওয়া অফিস?

প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পাওয়ার আশার আলো দেখিয়েছিল আবহাওয়া দফতর। জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। কিন্তু যে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস মিলেছিল, সেগুলির মধ্যে নেই কলকাতা। কলকাতায় আদৌ কী বৃষ্টি হবে? কী বলছে আলিপুর?

হাওয়া অফিসের কথায়, কলকাতাবাসীর জন্য এখনই স্বস্তির কোনও খবর নেই। আগামী আরও কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ৩৮ থেকে ৪০-এর ঘ্রেই। এর সঙ্গে বজায় থাকবে অস্বস্তিকর পরিস্থিতি, এমনটাই জানাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বেশ কয়েকটি জেলায় আজ, বুধবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। শুক্রবার থেকে আবহওয়ার সামান্য পরিবর্তন ঘটবে। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর।

গত কয়েকদিন ধরে বঙ্গবাসীর একেবারে নাজেহাল অবস্থা। শুষ্ক গরমের দাপট ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আর্দ্রতার কারণে গলদঘর্ম অবস্থা হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের। ঘামের জেরে একাকার সকলে। বঙ্গে বৃষ্টি না হওয়ার একটাই কারণ ছিল জলীয় বাষ্পের অভাব। তবে এবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। ফলে বৃষ্টির পূর্বাভাস মিলল।  

গতকাল, মঙ্গলবার বাংলার ১৭টি জেলার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও গরমে পুড়ছে। এমন অবস্থায় জেলা প্রশাসনের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জেলা শাসকের নির্দেশে রাস্তার ধারে ধারে করা হয়েছে জলছত্র। এর পাশাপাশি ওআরএসের ব্যবস্থাও রাখা হয়েছে।

Back to top button
%d bloggers like this: