কলকাতা

এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিলে বাধা পুলিশের, ধ্বস্তাধস্তি, গ্রেফতার সুকান্ত মজুমদার, ধুন্ধুমার কাণ্ড হাজরা মোড়ে

এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি। আজ, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল বিজেপির।

কিন্তু মিছিল হাজরা মোড়ে পৌঁছতেই সেই মিছিল আটকাল পুলিশ। আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সেখানে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়ায় পুলিশ। ধুন্ধুমার কাণ্ড হাজরা মোড়ে।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ঘিরে গোটা রাজ্য-রাজনীতি এখন উত্তাল। এই বিষয় নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। আজ, শনিবার খাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করেছিল বিজেপি। ‘চোর ধরো। জেল ভরো’ স্লোগান তুলে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। সেখানেই এই মিছিল আটকে দেয় পুলিশ।

এদিন হাজরা মোড়ে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিল এখান দিয়ে এগোতেই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। আটকানো হয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধ্বস্তাধস্তি হয় পুলিশের।

এরপরই বিজেপি কর্মী ও রাজ্য সভাপতিকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।  এই প্রসঙ্গে সুকান্তর অভিযোগ, “বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিল। কিন্তু পুলিশ জোর করে আমাকে গ্রেফতার করল”।

Back to top button
%d bloggers like this: