ইডি আধিকারিক সেজে লুঠপাট, খাস কলকাতা থেকে গ্রেফতার এক যুবক ও তার সঙ্গিনী

ইডি আধিকারিকরাই চালাল লুঠপাট। এক তরুণের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা লুঠ করে পালাল এক যুবক ও এক তরুণী। খাস কলকাতায় এমন ঘটনার জেরে সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। এমনই একই ধরণের ঘটনা ঘটেছে কলকাতার আরও এক জায়গাতেও।
কী ঘটেছে আসল ঘটনা?
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বড়বাজারের এক ব্যবসায়ীর কর্মচারী কুড়ি লক্ষ টাকা সংগ্রহ করে অফিসে জমা করতে যাচ্ছিলেন। সেই সময় কলকাতার রবীন্দ্র সরণীর কাছে তাঁকে বাধা দেন এক যুবক ও যুবতী। তারা নিজেদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের বলে পরিচয় দেন।
তারা দাবী করেন যে ওই কর্মচারী নাকি বেআইনি টাকা নিয়ে যাচ্ছেন। এই বলে ওই যুবক-যুবতী ওই কর্মচারীকে একটি নির্জন জায়গায় ধরে নিয়ে যায়। সেখানে তাঁকে ভয় দেখিয়ে মারধর করা হয়। এরপর কর্মচারীটির থেকে কুড়ি লক্ষ টাকা ও তাঁর মোবাইল লুঠ করে পালায় তারা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে পোস্তা এলাকাতেও এমনই এক ঘটনা ঘটেছে। সেই রবীন্দ্র সরণী দিয়েই যাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দা। তাঁকেও সেই একইভাবে ইডি আধিকারিক সেজে পথ আটকায় ওই যুগল। ওই ব্যক্তিকেও নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর কাছে বেশি টাকা না থাকায় মারধর করা হয় ব্যক্তিকে।
পরপর এই দুই ঘটনায় তদন্ত শুরু করে লালবাজার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই যুগলকে। জানা গিয়েছে, কলকাতার আনন্দপুর এলাকা থেকে ওই যুগলকে আটক করে পুলিশ। পুলিশের অনুমান, কুড়ি লক্ষ টাকা লুটের পিছনেও এই যুগলই রয়েছে। এর আগেও ওই বড়বাজার ও পোস্তা এলাকায় আরও অপরাধ করেছে ওই যুগল, এমনটাই মনে করছে পুলিশ। তাদের জেরা করে সত্যিটা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।