শিল্পের অবস্থা বেহাল রাজ্যে, হাওড়া শিল্পাঞ্চলে চোখেই পড়ল না বিশ্বকর্মা পুজোর জাঁকজমক

আজ, সোমবার বিশ্বকর্মা পুজো। এই দিনটায় রাজ্যের নানান শিল্পাঞ্চলে জাঁকজমক থাকে চোখে পড়ার মতো। কিন্তু এখন যেন বিশ্বকর্মা পুজোতে নানান শিল্পাঞ্চলে নেই জৌলুস আর দেখা যায় না। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর যেগুলো রয়েছে, সেগুলোর দশাও বেহাল। হাওড়া শিল্পাঞ্চলেও সেই একই ছবি।
হাওড়াকে একসময় শেফিল্ড বলা হত। এখানে শিল্পের অগ্রগতির কারণে এই অঞ্চল বিশেষ প্রসিদ্ধ ছিল শিল্পাঞ্চল রূপে। বড় বড় সব কারখানা তো বটেই, ছোটো থেকে মাঝারি নানান শিল্পের কারখানা গড়ে ওঠে এখানে এক সময়। সমস্ত কারখানায় বড় জাঁক করে হত বিশ্বকর্মা পুজো। কিন্তু এখন কোথায় কী! অনেক কারখানায় তো আবার মূর্তির বদলে শুধু ঘটপুজো করছেন ব্যবসায়ীরা।
কী বলছেন ব্যবসায়ীরা?
এক ব্যবসায়ীর কথায়, “শিল্পের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আবার রাজনীতি ঢুকে পড়েছে। রুগ্ন শিল্প চাঙ্গা করার সদিচ্ছা কারও নেই”।
হাওড়া শিল্পাঞ্চলের এমন বেহাল দশাকে হাতিয়ার করেই এবার লোকসভা নির্বাচনে লড়তে চাইছে বিজেপি। সম্প্রতি হাওড়ায় এক জনসভা করতে গিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি নেতার সেই কটাক্ষ প্রসঙ্গে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরন দফতরের মন্ত্রী অরূপ রায় বলেছিলেন, “বাম আমলে কারখানা বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিল্প এনেছেন। হাওড়া তার ব্যতিক্রম নয়। বিরোধীদের কাজ হল সমালোচনা করা। তাতে কিছু যায় আসে না”।