ফের টাকার পাহাড় উদ্ধার, শহর থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার ১

ফের শহর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। পোস্তা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। আজ, মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হতে পারে।
গোপন সূত্র মারফৎ এই টাকা পাচারের খবর আসে পোস্তা পুলিশের কাছে। সেই সূত্রের উপর ভিত্তি করেই গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নির্দিষ্ট এলাকায় হানা দেয় পোস্তা থানার পুলিশ। সেখানে এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।
ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, তার নাম আমন সিদ্দিকি। বয়স ৪০ বছর। ওই যুবকের সঙ্গে একটি ট্রলি ব্যাগ ছিল। সেই ব্যাগটি দেখে সন্দেহ আরও জোরালো হয় পুলিশের। এরপরই ব্যাগটি খুলে দেখাতে বলেন আধিকারিকরা। ট্রলির চেন খুলতেই থরে থরে সাজানো নগদ টাকা নজরে আসে পুলিশের।
জানা গিয়েছে, ওই ব্যাগ থেকে ৫৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা আমন কোথা থেকে পেলেন বা কেনই বা তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন, এই সব প্রশ্নের সঠিক কোনও উত্তর পুলিশকে দিতে পারেন নি ওই যুবক। ওই টাকা নিয়ে প্রয়োজনীয় নথিও দেখাতে পারেন নি তিনি।
এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে আসল বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। তার সঙ্গে এই ঘটনায় অন্য কেউ বা কারা যুক্ত কী না, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। কোন উদ্দেশে টাকা নিয়ে যাচ্ছিলেন ওই যুবক, কোথায়ই বা যাচ্ছিলেন, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ, মঙ্গলবার ওই ধৃতকে আদালতে পেশ করা হবে।