‘এবার দয়া করে রাস্তাটা করে দিন’, পাকা রাস্তা চেয়ে তৃণমূল নেতার পা ধরে কাতর আবেদন বৃদ্ধের

ভালো রাস্তার জন্য তৃণমূল নেতার পা ধরে আবেদন জানালেন বৃদ্ধ। ঘটনাস্থল মালদহের বামনগোলা। এই অঞ্চলের মালডাঙা গ্রামে গতকাল, সোমবার গিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। সেখানে তাঁকে কাছে পেয়েই তাঁর পায়ে ধরে আবেদন জানান গ্রামের এক বৃদ্ধ। নেতা যাতে রাস্তাটা উদ্বোধন করে দেন, সেই নিয়ে আবেদন জানান তিনি।
এই সেই মালদহের বামনগোলা থানা এলাকার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম যেখানে কিছুদিন আগেই এক গৃহবধূকে খাটিয়াতে শুইয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাঁর পরিবারের লোকজন।
প্রায় দিন তিনেক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন ওই গ্রামের বধূ মামনি রায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু গ্রামের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। তাই বাধ্য হয়ে ওই বধূকে খাটিয়াতে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তাঁর পরিবারের লোকজন। কিন্তু যাওয়ার পথেই মৃত্যু হয় মামনির।
এমন পথের কারণে যাতে গ্রামের আর কোনও প্রাণ না যায়, সেই কারণে এবার সরব হলেন গ্রামবাসীরা। এই ঘটনার দু’দিন পর গ্রামে হান আব্দুর রহিম বক্সী। সেই সময় তাঁকে রাস্তা ঠিক করে দেওয়ার কাতর আর্জি জানান সকলে। এক বৃদ্ধ গ্রামবাসী বলেন, “এবার রাস্তাটা ঠিক করে দিন। অনেকদিন ধরে কষ্ট করছি”।
আব্দুর রহিম বক্সী বলেন, “এই মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। পরিবারের সঙ্গে দেখা করলাম। সমস্ত সহযোগিতা তাদের করব”। তৃণমূল নেতা সহযোগিতার কথা বলে গেলেন বটে, কিন্তু আদৌ রাস্তা কবে তৈরি হয়, এখন সেটাই দেখার।