চলবে কেবল পরীক্ষা ও মেরামতির কাজ, সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কাজে বেরোনোর আগে জেনে নিন বিস্তারিত

দ্বিতীয় হুগলি সেতুতে চলবে কেবল পরীক্ষা ও মেরামতির কাজ। এর জেরে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে সমস্ত যান চলাচল। সেতু বন্ধ থাকার কারণে যাতে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই গতকাল, মঙ্গলবার হাওড়া, ব্যারাকপুর ও ডায়মন্ড হারবারের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা পুলিশ কর্তারা।
জানা গিয়েছে, আগামী ২৯ ও ৩০শে এপ্রিল অর্থাৎ শনি ও রবিবার রাতে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। লালবাজারের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১২টা থেকে পরদিন সকাল ৬টা ও রবিবার রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকব এই সেতু। এই দু’দিন সেতু বন্ধ থাকায় যানবাহন কোন পথে ঘোরানো হবে, তা নিয়েই আলোচনা করতে বৈঠকে বসেন পুলিশ কর্তারা।
লালবাজারের তরফে জানানো হয়েছে, যেসমস্ত পণ্যবাহী লরি এখন বেহালা-আলিপুরের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাতায়াত করে, ওই দু’দিন সেগুলিকে ঘোরানো হবে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা লরি বা ট্রাককে ওই একই রুটে পাঠানো হবে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে।
আবার যেসমস্ত লরি এবং ট্রাক বন্দর এলাকা থেকে শহরের বাইরে যায়, সেগুলিকে হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এক পুলিশকর্তা জানিয়েছেন, ছোটো গাড়িকে উঠতে দেওয়া হবে না দ্বিতীয় হুগলি সেতুতে। সেগুলি স্ট্র্যান্ড রোড এবং হাওড়া সেতু হয়ে যাতায়াত করবে বলে জানানো হয়েছে।