কলকাতা

‘বাড়ি ঘেরাও কর্মসূচি বিপজ্জনক, বিজেপি নেতাদের প্রাণ সংশয় রয়েছে’, মমতা ও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দুর, চাপে পিসি-ভাইপো

 একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের সমস্ত স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই কর্মসূচির কারণে মমতা ও অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, এই কর্মসূচির জেরে বিজেপি নেতা এমনকি তাঁর নিজেরও প্রাণ সংশয় রয়েছে। এই কারণে গতকাল, শনিবার হেয়ার স্ট্রীট থানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি।

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কী বলেছিলেন অভিষেক ও মমতা?

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, “ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন”। তিনি এটা স্পষ্ট করে দেন যে বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের ছেড়ে দিতে হবে।

তাঁর এই বক্তব্যের পর একুশের মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী ম,তা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্যকে খানিক শুধরে দিয়ে তিনি বলেন, “বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে”। মূলত একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল।

এফআইআরে কী জানালেন শুভেন্দু?

২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন, সেকথা এফআইআর কপিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তার ইংরেজি অনুবাদও করা হয়েছে। তাদের সেই বক্তব্যকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসাবে দেখছেন বিরোধী দলনেতা। এর জেরে অশান্তি ঘটতে পারে বলে আশঙ্কাও করেছেন তিনি। এই কারণে মমতা ও অভিষেক দু’জনের বিরুদ্ধেই পদক্ষেপ করার দাবী তুলেছেন শুভেন্দু।

বাড়ি ঘেরাও কর্মসূচির জেরে প্রাণ সংশয়

শুভেন্দু অধিকারীর দাবী, তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচি খুবই বিপজ্জনক। এর জেরে প্রাণ সংশয় হতে পারে বিজেপি নেতাদের। নিজেরও প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু। শাসকদলের এই কর্মসূচির জেরে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মত বিরোধী দলনেতার। 

Back to top button
%d bloggers like this: