৩০ বছর পর শ্রাবণ মাসে অতিবিরল যোগ, শিব ও শনির আশীর্বাদে ভাগ্যোদয় হবে ৪ রাশির, পূর্ণ হবে মনের সমস্ত ইচ্ছা

হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসটি শিবকে সমর্পিত। ১৮ জুলাই থেকে শুরু হওয়া শ্রাবণ মাসে নানান শুভ যোগ তৈরি হচ্ছে। যার ফলে এই মাসের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছরের শ্রাবণ মাসে ৩০ বছর পর এক সংযোগ তৈরি হয়েছে। ৩০ বছর পর নিজের মূলত্রিকোণ রাশি কুম্ভে উপস্থিত রয়েছে শনি। এখানে থেকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে এই গ্রহ। শ্রাবণ মাসে প্রায় তিন দশক পর সৃষ্ট এই বিরল যোগের প্রভাবে ৪ রাশির ভাগ্যোদয় হয়েছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
জ্যোতিষ মতে শ্রাবণ মাসে শনির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ শুভ প্রমাণিত হবে। আপনাদের দাম্পত্য জীবনে আনন্দের আগমন হবে। সন্তান সুখ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। পাশাপাশি সন্তানের উন্নতি হবে। আপনাদের সমস্ত ইচ্ছাপূরণ হবে। আবার এ সময়ে কোনও নতুন কাজ শুরু করতে পারেন এই রাশির জাতক-জাতিকা।
মেষ রাশি
শ্রাবণ মাস আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে। এই মাসে কাজ ও ব্যবসায় উন্নতি হবে মেষ রাশির জাতক-জাতিকাদের। এই যোগের প্রভাবে মেষ জাতকদের মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের সুখ সাধনে বৃদ্ধি হবে। এই রাশির অবিবাহিত জাতকদের বিয়ের যোগ রয়েছে। পাশাপাশি আটকে থাকা কাজও এ সময়ে সম্পন্ন হবে।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাসে শনির কুম্ভে বিচরণ লাভজনক প্রমাণিত হবে। কারণ এ সময়ে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। রোগ থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। পাশাপাশি আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আবার এই রাশির যে জাতক-জাতিকারা চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন, তাঁরা এতে সফল হবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সময় অনুকূল। এ সময়ে চাকরিজীবী জাতক-জাতিকাদের পদোন্নতি হবে। পাশাপাশি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সুখকর জিনিসপত্রের পরিমাণ বাড়বে। যার ফলে সুখে জীবন কাটাতে পারবেন এই রাশির জাতক-জাতিকা। নতুন কাজের সূচনা করতে পারেন। আয় বৃদ্ধি সম্ভব।