প্রাক্তনীর পর এবার ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার আরও দুই পড়ুয়া

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার আরও ২ পড়ুয়া। ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। তারা দু’জনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধৃতের সংখ্যা বেড়ে ৩।
জানা গিয়েছে, এর মধ্যে মনোতোষের ঘরেই স্বপ্নদীপ থাকতো বলে খবর। রাখা হয়েছিল মনোতোষের গেস্ট হিসাবে। এই দুই অভিযুক্ত আগে স্বপ্নদীপকে নানারকমভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই প্রমাণও ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। সৌরভ চৌধুরী ছাড়াও এই মনোতোষ ঘোষের নামে অভিযোগ করেছিলেন খোদ স্বপ্নদীপের বাবাও।
দীপশেখর অর্থনীতির ছাত্র। তিনি বাঁকুড়ার বাসিন্দা। অপর ধৃত মনোতোষের বাড়ির হুগলির আরামবাগ। সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের পড়ুয়া। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩। তাদের জেরা করে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কিনা, সেটাই এখন দেখার।
পুলিশ জানিয়েছে, দীপশেখর এবং মনোতোষ জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য লুকোচ্ছিলেন। সৌরভের বয়ানের সঙ্গে তাঁদের বক্তব্য মেলানোর সময় বিস্তর ফাঁকফোকর ধরা পড়ে। এরপরই তদন্তকারী অফিসাররা মনে করেন স্বপ্নদীপের উপর যে মানসিক চাপ তৈরি করা হয়েছিল, তার নেপথ্যে এই দুই পড়ুয়ার বেশ বড়সড় ভূমিকাই রয়েছে। সেই ভেবেই গ্রেফতার করা হয় দীপশেখর এবং মনোতোষকে।