কলকাতা

ঘনিষ্ঠ ছবি ভাইরাল করে দেওয়ার শাসানি, কলকাতার রাস্তায় প্রেমিকের বাড়ির সামনে গায়ে আগুন দিলেন মহিলা

ফের একবার খবরের শিরোনামে কলকাতার হরিদেবপুর। প্রেমিকের বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় গায়ে আগুন দিলেন প্রেমিকা। আজ, মঙ্গলবার বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এখনও প্রেমিকের খোঁজ মেলেনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কলকাতার হরিদেবপুরের ব্যানার্জী পাড়ায়।

কী ঘটেছে ঘটনাটি?

গতকাল, সোমবার রাত ৮টা নাগাদ ঘটে এই ঘটনাটি। একটি বাড়ির সামনে এক মহিলাকে দগ্ধ অবস্থায় দেখেন স্থানীয়রা। তা দেখেই তারা ১০০ নম্বরে ডায়াল করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল তাঁর। চিকিৎসাধীন অবস্থাতেই আজ, মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় মহিলার।

কেন এমন ঘটালেন মহিলা?

পুলিশ সূত্রে খবর, ওই এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা। তাদের অ’ন্ত’র’ঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেখাচ্ছিলেন তাঁর প্রেমিক, এমনটাই অভিযোগ। এরপরই তাঁর বাড়ির সামনে গায়ে আগুন ধরিয়ে দেন মহিলা।  

অভিযুক্ত ব্যক্তির এক প্রতিবেশী বলেন, “কাল রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ দেখি একটা বিকট আওয়াজ হচ্ছে। কাছে এসে দেখি একটা মহিলা দাউদাউ করে জ্বলছে। গায়ের চামড়া পুরো ঝুলে গিয়েছে। প্রচুর ধোঁয়া ঢাকা পড়ে গিয়েছে এলাকা। ওই অবস্থাতেই ওই মহিলা একটা বাড়ির দরজায় জোর ধাক্কা দিতে থাকে। তখন ঘরের ভিতর থেকে কেউ বলতে থাকে খুলবে না খুলবে না। তখন ওই জ্বলন্ত মহিলা বাড়ির নীচে বসে ছিল অনেকক্ষণ। আমার মনে হয় উনি নিজেই আগুন লাগিয়েছেন। তারপর তো ঘটনার কথা শুনে পুলিশ এল”।

মৃত্য়ুর আগে পুলিশকে দেওয়া বয়ানে মহিলা জানান, হরিদেবপুরের সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই মহিলা ভবানীপুরের বাসিন্দা। সন্তান রয়েছে তাঁর। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে পুলিশ সুবীর বিশ্বাসের খোঁজ করছে। ইতিমধ্যে সুবীরের বিরুদ্ধে ৪৩৬, ৩০৬, ১১৬ আইপিসি অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ। এখনও পর্যন্ত সুবীরের কোনও খোঁজ মেলেনি।

Back to top button
%d bloggers like this: