লাগবে না একটা টাকাও, বিনামূল্যে করুন মোবাইল রিচার্জ তাও আনলিমিটেড বার, দুর্দান্ত অফার ফ্লিপকার্টের

নানান জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইটগুলির মধ্যে ফ্লিপকার্ট অন্যতম। নানান সময় নানান ছাড় মেলে এই ওয়েবসাইটে। সে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে হোক বা সিজন সেল, এই সাইটে ভ্যারাইটির অভাব নেই। আর ফ্লিপকার্টের সবথেকে উল্লেখযোগ্য বিশেষত্ব হল এর সুপারকয়েন।
ফ্লিপকার্টে কেনাকাটা করলেই মেলে সুপারকয়েন জেতার সুযোগ। আর সেই সুপারকয়েন দিয়ে পরবর্তী রিচার্জে আবার ছাড়ও পাওয়া যায়। এই যেমন ৫টি সুপারকয়েন মিলিয়ে ছাড় মেলে ১ টাকার। তাহলে আপনি যদি কেনাকাটার উপর ১০০ টাকার ছাড় পেতে চান, তাহলে আপনাকে ৫০০টি সুপারকয়েন খরচ করতে হবে।
আর এবার তো আরও বড় অফার দিচ্ছে ফ্লিপকার্ট। এবার এই সুপারকয়েন ব্যবহার করে মোবাইল রিচার্জও করা যাবে। আপনি যদি ১০০ টাকার রিচার্জ করেন তাহলে ফ্লিপকার্টের ৫০০টি সুপারকয়েনের দরকার পড়বে আপনার। এই সুপারকয়েন ব্যবহার করে অগুনতিবার মোবাইল রিচার্জ করতে পারেন গ্রাহক।
এবার ফ্লিপকার্ট আনল আরও এক চমকপ্রদ অফার। সুপারকয়েন ব্যবহার করে রিচার্জের উপর আরও ১৫ শতাংশ ছাড় দিচ্ছে এই অনলাইন সাইট। এর ফলে প্রায় বিনা খরচেই হয়ে যাবে মোবাইল রিচার্জ। প্রত্যেক রিচার্জের সঙ্গে মিলবে নানান পুরস্কারও। আবার সুপারকয়েন ব্যবহার করলে রিচার্জে অতিরিক্ত ছাড়ও মিলতে পারে।
প্রত্যেকটা রিচার্জেই এবার নানান আকর্ষণীয় অফার পেয়ে যেতে পারেন গ্রাহক। তবে এই সুপারকয়েন দিয়ে মোবাইল রিচার্জ করার সুযোগ পরে থাকলেও, অতিরিক্ত ১৫ শতাংশ ছাড়ের অফারটি কিন্তু শুধুমাত্র ২০ সেপ্টেম্বরের জন্যই বৈধ। তাই আর দেরি না করে মধ্যরাতেই করেন ফেলুন মোবাইল রিচার্জ তাও আবার প্রায় বিনামূল্যেই।