করোনার প্রতিষেধক সবার আগে পাবে বাংলাদেশ, জানালেন ভারতের বিদেশসচিব

করোনার টিকা বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ভারতের মিত্র দেশ বাংলাদেশ। এমনটা বলে আশ্বস্ত করলেন ভারতীয় বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
বর্তমান সঙ্কটের সময়ে ভারতে তিনটি করোনা প্রতিষেধক একসঙ্গে বানানোর কাজ চলছে। মানব শরীরে পরীক্ষার কাজও শুরু হয়ে গেছে। আর এই প্রতিষেধক তৈরীর কাজ সম্পন্ন হলেই সেটা দ্রুতই বাংলাদেশকে পাঠানো হবে বলে আশ্বাস দিলেন ভারতীয় বিদেশসচিব হর্ষ শ্রিংলা।
গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এই দিন বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন হর্ষবর্ধন। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান ‘ভ্যাকসিন উৎপাদনের পর অগ্রাধিকার পাওয়া দেশের তালিকায় সবার আগে থাকবে বাংলাদেশ। কেননা, বাংলাদেশ আমাদের কাছে সব সময় অগ্রাধিকারের তালিকায় থাকা একটি দেশ।’
একই সঙ্গে বাংলাদশের বিদেশসচিব জানান তাঁদের দেশেও প্রতিষেধকের ট্রায়াল করানোর জন্য তাঁরাও প্রস্তুত। আর ভারত বাংলাদেশকে প্রতিষেধক দান করার বিষয়ে যে আশ্বাস দিয়েছে সেই কথাও জানান তিনি। করোনার সময় যেভাবে যোগাযোগ ব্যবস্থা কার্যত আটকে গিয়েছিল, সেগুলি যেভাবে শিথিল হয়েছে সেটাকে ইতিবাচক বলে জানান তিনি।
দুই দেশের মধ্যে এয়ার বাবল দ্রুত তৈরী হয়ে গেলে বিমান চলাচল শুরু হবে। এই কাজ দ্রুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে মাঝে মাঝে যে বিবাদ লাগে সেই নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে শীঘ্রই বিজিবি ও বিএসএফ কর্তাদের মধ্যে আলোচনা করা হবে।