টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, উপচে গেল সিকিমের লোনাক লেক, নিখোঁজ ২৩ সেনা জওয়ান, উত্তরবঙ্গেও জল ঢুকছে হু হু করে

একটানা বৃষ্টি হয়েই চলেছে। এর উপর আবার জুটি বেঁধেছে মেঘভাঙা বৃষ্টিও। এর জেরে জল উপচে গেল বিপর্যস্ত সিকিমের লাচেন উপত্যকার লোনাক লেকে। সেই জলে ভেসে গেল সেনা জওয়ানদের একটি গাড়ি। ২৩ জন জওয়ান নিখোঁজ। শুরু হয়েছে উদ্ধারকাজ। উত্তর ও পূর্ব সিকিমে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব খারাপ।
কী জানালেন সিকিমের এসপি?
সিকিমের মঙ্গন জেলার এসপি সোনম দেচু জানিয়েছেন, “তিস্তায় আচমকা জলস্তর বৃদ্ধি হয়েছে। বিপজ্জনক পরিস্থিতি। তিস্তার আশেপাশের এলাকা খালি করতে হবে। আমরা সব কটি থানাকে সতর্ক করেছি। জানতে পেরেছে, সিংতামের কাছে সেনাদের একটি গাড়ি দাঁড়ানো ছিল। জলের তোড়ে তা ভেসে গিয়েছে। ২৩ জন জওয়ানকে পাওয়া যাচ্ছে না। খোঁজ চলছে”।
সিকিমের বাঁধ ভেঙেছে। এর কারণে জলপাইগুড়ি জেলা প্রশাসন উদ্বিগ্ন। তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সমানে চলছে মাইকিং। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে জানালেন জেলাশাসক। সিকিমের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে মালবাজার থেকে ওদলাবাড়ির গাড়ি চলাচলের এখন একমাত্র পথ লাভা। কিন্তু যদি আরও বৃষ্টি হয়, তাহলে সেই পথটিও ভেঙে যেতে পারে বলে জানানো হয়েছে।
কী পরিস্থিতি উত্তরবঙ্গের?
অন্যদিকে আবার গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৭০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই ভয়াবহ। ৩৫টির মধ্যে ৩২টি লকগেট খুলে দেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তায় জলের পরিমাণও বাড়ছে ক্রমশ। তিস্তার ডাউনস্ট্রিমে যেসমস্ত মানুষ বসবাস করেন তাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।