রাজ্য

‘টাকা না দিলে পরের বুলেট তৈরি’, ৫ লক্ষ টাকা চেয়ে চিকিৎসককে হুমকি চিঠি মাওবাদীদের, চিঠির সঙ্গে পাঠানো হল কার্তুজও

৫ লক্ষ টাকা দিতে হবে, তা না হলে প্রাণনাশের হুমকি। এক চিকিৎসকের কাছে এমনই এক হুমকি চিঠি গেল মাওবাদী কমিটির নামে। এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়ায় হাসপাতাল-সহ গোটা এলাকায়। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক হাসপাতালে। ওই হাসপাতালের দন্ত বিভাগের এক চিকিৎসক হলেন অপর্ণা মুখোপাধ্যায়। তাঁকেই এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে খবর। গতকাল, মঙ্গলবার এই চিঠি পান তিনি। তাতে ৫ লক্ষ টাকা দেওয়ার দাবী জানানো হয়েছে। আর তা না দিলে বা পুলিশে খবর দিলে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও শানানো হয়েছে। এই চিঠির সঙ্গে একটি কার্তুজও সেলোটেপ দিয়ে আটকানো রয়েছে।

‘টাকা না দিলে পরের বুলেট তৈরি’, ৫ লক্ষ টাকা চেয়ে চিকিৎসককে হুমকি চিঠি মাওবাদীদের, চিঠির সঙ্গে পাঠানো হল কার্তুজও 2

এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই চিকিৎসক। সমস্ত ঘটনা জানান ব্লক স্বাস্থ্য আধিকারিককে। তিনি ঘটনার গুরুত্ব বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মাওবাদীদের নাম করে অন্য কেউ এই চিঠি পাঠিয়েছে। এর সঙ্গে মাওবাদীদের যোগ নেই। তবুও গুরুত্ব দিয়ে ঘটনাটি খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।

কী জানালেন স্বাস্থ্য আধিকারিক?

বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক বলেন, “ভাতার হাসপাতালের এক চিকিৎসককে লাল কালিতে লেখা একটি চিঠি দেওয়া হয়েছে। পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। চিঠির মধ্যে একটি কার্তুজ দেওয়া হয়েছে বলে শুনেছি। মাওবাদীদের নাম করে এই চিঠি দেওয়া হয়েছে”।

এই ঘটনার পর দন্ত চিকিৎসককে পাঠানো ওই হুমকি চিঠির ছবি তুলে রাখেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। সেই ছবি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারও করা হয়। এর ফলে চিঠিটি ভাইরাল হয়ে যায়। চিঠির সঙ্গে কার্তুজ পাঠানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।

Back to top button
%d