কলকাতা

ফের অভিষেক-পত্নী রুজিরাকে তলব ইডির, হাজিরা দিতে হবে আগামী সপ্তাহেই, ফের সমন পাঠানো হতে পারে অভিষেককেও

ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেআইনি কয়লা পাচার কাণ্ডের কারণে এই তলব নাকি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার জন্য তলব, তা এখনও স্পষ্ট নয়।

ইডি সূত্রে খবর, খুব শীঘ্রই ফের তলব করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। গতকাল, মঙ্গলবার অর্থাৎ ৩ অক্টোবর তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কড়া নির্দেশ দিয়েছিলেন যে ৩ তারিখের তদন্ত নিশ্চিত করতেই হবে ইডিকে।  

তবে এদিন ইডির দফতরে হাজিরা দেন নি অভিষেক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তা নিয়ে আন্দোলন গড়ে তুলতে দিল্লি গিয়েছে তৃণমূল। ২ ও ৩ অক্টোবর ছিল ঘাসফুল শিবিরেত কর্মসূচি। দিল্লিতে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে অভিষেক ইডির দফতরে হাজিরা দেন নি। হাইকোর্টের নির্দেশ অভিষেককে অবিলম্বে নোটিশ পাঠিয়ে তলব করা হবে।

এর আগেও কয়েকবার বেআইনি কয়লা পাচার মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ভূমিকাও এখন ইডির স্ক্যানারে। এই সংস্থায় অন্যতম অধিকর্তা ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসাব ইডিকে পেশ করতে হবে। প্রয়োজনে বাকি ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই সূত্রেই এবার রুজিরাকে তলব করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

এই তলবের বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানাচ্ছেন, “ইডি যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করছে তা দিনের আলোর মতই স্বচ্ছ। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দেখে ভীত মোদী সরকার। তাই এবার যে ফের কেন্দ্রীয় এজেন্সি নোটিস পাঠাবে তা ধরেই নেওয়া হয়েছিল। হলও তাই। এই অনাচারের শেষ ঘনিয়ে আসছে”।

Back to top button
%d