দেশ

আগামী ৩১শে মার্চ থেকে সব ট্রেন কী বাতিল? বড় ঘোষণা রেলের

আগামী ৩১শে মার্চ থেকে নাকি ট্রেন বাতিল করা হচ্ছে, এমন খবরই গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এই বিষয়ে একটি ভিডিওও বেশ ভাইরাল হয়েছে। এবার এই প্রসঙ্গে সাফ জবাব জানিয়ে দিল রেল মন্ত্রক। রেলের তরফে বলা হয়েছে যে এই ধরণের কথা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। এরকম খবর সম্পূর্ণ ভুয়ো।

একটি বিবৃতি জারি করে রেলের তরফে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় খবরের ভুয়ো ক্লিপিং ছড়িয়ে দেওয়া হচ্ছে, সবাইকে জানানো হচ্ছে যে আজ যে ভিডিও ছড়ানো হচ্ছে, তা আদতে গত বছরের খবর”। একইসঙ্গে রেলের তরফে এও জানানো হয়েছে যে, দূরপাল্লা ও লোকাল ট্রেন যা আপাতত চলছে, তা নির্ধারিত সূচী অনুযায়ীই চলবে। ট্রেন সফরের স্পময় যাত্রীদের করোনা সংক্রান্ত বিধি মেনে চলার আর্জিও জানানো হয়েছে।

আরও পড়ুন- চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন

আগামী ১লা এপ্রিল থেকে দেশজুড়ে দূরপাল্লার ট্রেনের স্বাভাবিক পরিষেবা লাগু হতে পারে বলে আশা করা যাচ্ছিল, কিন্তু রেলের তরফে তা করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী, তাই এই সিদ্ধান্ত।

গত বছর ১২ই মে থেকে রেলের পরিষেবা শুরু পর থেকেও স্বাভাবিক ছন্দে ট্রেন চলছে না। বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই বিশেষ ট্রেনের পরিষেবার মেয়াদ ছিল। এই মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

রেল সূত্রের খবর অনুযায়ী, আপাতত কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে চাহিদা থাকলেও, বেশীরভাগ রুটেই বিশেষ ট্রেনের চাহিদা নেই। বরং,  প্রাক-করোনা পরিস্থিতির থেকে চাহিদা এখন কমেছে। অনেকেই ট্রেনের সফর এড়িয়ে চলছে। তাই এখনই দূরপাল্লার ট্রেনের পরিষেবা স্বাভাবিক ছন্দে ফেরানোর পথে হাঁটছে না রেল। মূল ট্রেনের আগে ‘ক্লোন’ ট্রেন চালানো হতে পারে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: