
টলিউডের তাঁকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিগত বেশ কিছু মাস ধরেই শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। এরপর এসব গুঞ্জনের মাঝেই বিজেপিতে যোগ দেন অভিনেত্রী। এখনও পর্যন্ত রাজনীতির ঘোরপ্যাঁচ রপ্ত হয়নি, এরই মধ্যে ফের একটি মন্তব্য করে সাড়া ফেলে দিলেন শ্রাবন্তী। যা নিয়ে গেরুয়া দলও বেশ অস্বস্তিতে পড়েছে।
গতকাল পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার হয়ে প্রচার করেন শ্রাবন্তী। এদিন সভায় অশোক দিন্দাকে ‘মিষ্টি ভালো মানুষ’ বলে মন্তব্য করেন অভিনেত্রী। এও বলেন যে ক্রিকেতে এতদিন তিনি সকলের মনোরঞ্জন করে এসেছেন, এবার রাস্তায় নেমে সকলের পাশে দাঁড়াবেন অশোক দিন্দা।
আরও পড়ুন- চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন
এরপরই ভরা সভায় জোর গলায় শ্রাবন্তী দাবী করেন যে তিনিও খুব তাড়াতাড়ি নির্বাচনের প্রার্থী হতে চলেছেন। এই বলে সকলের আশীর্বাদও চেয়ে নেন তিনি। এরপর নিজের বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন অভিনেত্রী। বলেন, এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার পরেও কেন তিনি গেরুয়া দলে যোগ দিলেন। মুখ্যমন্ত্রীর হয়ে র্যালিতেও যোগ দিয়েছেন শ্রাবন্তী। তাঁর কথায়, শাসকদলে তিনি কোনও সম্মান পাননি।
কিছুদিন আগেই শ্রাবন্তী রাজ্য সরকারকে টুইটারে আক্রমণ শানান। ক্ষোভ উগড়ে তিনি লেখেন, “পিসির স্বার্থপরতার জন্য কেন্দ্রের বেশীরভাগ সুবিধাজনক প্রকল্পের লাভই পায় না বাংলা। ওঁর ক্ষুদ্রমনা রাজনীতির জন্য অত্যন্ত জরুরী সুযোগ সুবিধা থেকে অন্যায় ভাবে বঞ্চিত হতে হচ্ছে মানুষকে। বাংলাকে আর এসব সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না”।
আরও পড়ুন- ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে বিজেপি সমর্থকদের তাণ্ডব কফি হাউসে, নিন্দামুখর শহরবাসী
যদিও বিজেপির তরফে এখনও নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়নি। তবে প্রথম চার দফা তালিকার মধ্যে শ্রাবন্তীর নাম নেই। সূত্রের খবর, বেহালা পশ্চিম থেকে প্রার্থী হতে পারেন অভিনেত্রী। এই অনিশ্চয়তা থেকেই আগেভাগেই নিজেই কাজটা সেরে রাখলেন তিনি।