BIG NEWS: আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা দেখেই মেজাজ হারালেন অমিত শাহ, তৈরি করুন নতুন তালিকা, নির্দেশ দিলীপ ঘোষকে!

রাত পোহালেই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তালিকা প্রকাশ করার কথা বিজেপির। কিন্তু সেই তালিকা দেখেই মেজাজ হারালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চূড়ান্ত তালিকার অনুমোদন পেতে শাহী দরবারে ছুটে যান দিলীপ ঘোষ, মুকুল রায়েরা। কিন্তু তালিকা মোটেই পছন্দ হয়নি শাহ্’র। এই কারণে দিলীপ ঘোষ, মুকুল রায়ের মুখের উপরেই ছুঁড়ে ফেলে দিলেন সেই তালিকা।
কেন্দ্রের মনে ধরেনি বঙ্গের পক্ষ থেকে তৈরি করা তালিকা। এর জেরে আগামীকাল আদৌ বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা হবে কী না, এই নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অমিত শাহ্’র কাছে ধমক খাওয়ার পর আজই রাজ্যে ফিরে আসছেন মুকুল রায়, দিলীপ ঘোষেরা।
আসন্ন নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্যে সফরে এসে বড় মুখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন যে এবারের নির্বাচনে বিজেপি ২০০-এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে। এই কারণে একাধিক কর্মসূচী নিয়ে ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছে তারা। রাজ্যের প্রতিটি কেন্দ্রে চলছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। কিন্তু সঠিকভাবে প্রার্থী বাছাই না হলে এত কিছু শুধুই পণ্ডশ্রম হয়েই থেকে যাবে। এই কারণে রাজ্যের প্রার্থী বাছাইয়ের কাজ স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ বিজেপির উপর ছেড়ে দিলেও পুরোপুরি নিশ্চিন্ত হননি।
আরও পড়ুন – নজরে নন্দীগ্রাম! ‘দিদি’র বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ নিতে তৈরি! দলের ‘দাদা’দের জানালেন শুভেন্দু অধিকারী
এই কারণে নির্বাচনের আগে তিনি একাধিক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজ্যের নানান কেন্দ্রে সমীক্ষা চালান। বিধানসভা কেন্দ্রের উপযুক্ত প্রার্থীর খোঁজ পেতেই এই সমীক্ষা চালানো হয়। কেন্দ্রীয় এজেন্সি সেই অনুযায়ী তালিকা তৈরি করে অমিত শাহ্কে পাঠান। আর আজ আবার বঙ্গ বিজেপির তৈরি করা প্রার্থী তালিকাও তাঁর হাতে পৌঁছয়। জানা গিয়েছে, এই তালিকার নামের মধ্যে মোটেই কোনও মিল নেই। আর তা দেখেই খেপেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনার পরই কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে ডাক দেন শাহ। চলছে বাংলা প্রার্থী তালিকা নিয়ে আলোচনা। জানা গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির তালিকা অনুযায়ী অমিত শাহ নিজে একটি তালিকা প্রস্তুত করেছিলেন। এবার মনে করা হচ্ছে যে সেই তালিকা অনুযায়ীই হতে পারে বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা।