দেশ

মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের! খাদ্য সংকট এড়াতে বড় উদ্যোগ কেন্দ্র সরকারের, সেদ্ধ চালের রফতানিতে বসল ২০ শতাংশ শুল্ক

দিনে দিনে মূল্যবৃদ্ধির জেরে জনজীবন বিপর্যস্ত। শাক-সবজি থেকে শুরু করে চাল-ডাল, কিছুরই দাম বাড়ছে হু হু করে। এমন অবস্থায় যাতে দেশে খাদ্য সংকট না দেখা দেয়, তার জন্য উদ্যোগ নিতে শুরু করেছে কেন্দ্র সরকার।

দেশে যাতে খাদ্যদ্রব্যের জোগান বজায় থাকে, কোনওভাবেই যাতে খাদ্য সংকট না দেখা দেয়, সেই কারণে একের পর এক খাদ্যদ্রব্যের রফতানির উপর শুল্ক বসানো শুরু করেছে কেন্দ্র সরকার। কিছুদিন আগেই পেঁয়াজের রফতানিতে বসানো হয়েছে শুল্ক। এবার সেদ্ধ চালের রফতানিতেও বসল শুল্ক। গতকাল, শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় যে সেদ্ধ চালের রফতানির উপর ২০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে। খুব শীঘ্রই কার্যকর হবে এই শুল্ক।

খাদ্য়শস্যের দিক দিয়ে বিশ্বের সবথেকে বড় রফতানিকারক দেশ হল ভারত। তবে চলতি অর্থবর্ষে বর্ষার ঘাটতির কারণে নানান শস্যের উৎপাদন কম হয়েছে। দেশে চালের জোগান বজায় রাখতে গত ২০ জুলাই কেন্দ্রের তরফে চালের রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর জেরে বিশ্ব বাজারে চালের অভাব দেখা দেয়। চালের দাম বাড়তে থাকে হু হু করে। সেই সময় বিদেশে সেদ্ধ চালের রফতানি বেড়ে যায়।

এবার সেদ্ধ চালের রফতানির উপরই শুল্ক বসাল কেন্দ্র। ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে বলে জানা গিয়েছে।  এর জেরে বিশ্ব বাজারে যে চালের দাম বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত জুলাই মাসে খাদ্যপণ্যে ১১ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। এর জেরে সামগ্রিকভাবে মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৪৪ শতাংশে।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে কেন্দ্র সরকার প্রথম খাদ্যদ্রব্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তাপপ্রবাহের কারণে ফসল উৎপাদন কম হয় দেশে। এর জেরে গম রফতানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জুলাই মাসে বাসমতী চাল ছাড়া বাকি সব চালের রফতানিতে জারি করা হয় নিষেধাজ্ঞা। এবার সেদ্ধ চালের রফতানিতেও ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক লাগু করা হল।

Back to top button
%d bloggers like this: