অসমে জন্ম হয়েছে লিওনেল মেসির, সগর্বে দাবী করে টুইট কংগ্রেস নেতার, তুমুল হইচই সোশ্যাল মাধ্যমে

৩৬ বছরের শাপ কাটিয়ে ফের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কেরিয়ারের শেষ বিশ্বকাপে দুর্দান্ত ম্যাচ খেলে দেশকে সোনার কাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। রবিবার রাতে এই জয়ের পর থেকেই চারিদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছা বার্তা। গোটা বিশ্ব মেতেছে উল্লাসে। এরই মধ্যে এক টুইট করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ আবদুল খালেক। তাঁর দাবী, মেসির জন্ম হয়েছে অসমে।
অসমের বরপেটা কেন্দ্রের সাংসদ মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, “আমরা তোমার অসম-যোগের জন্য গর্বিত”। এরপর মেসির ‘অসম-যোগ’ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহারকারী। প্রত্যুত্তরে সাংসদ লেখেন যে মেসির জন্ম হয়েছে অসমে জন্ম। আদতে মেসির জন্ম আর্জেন্টিনার রোসারিওতে।
কংগ্রেস নেতার এই টুইট প্রকাশ্যে আসার পরই তুমুল ভাইরাল হয়ে যায়। চারিদিকে হুলস্থূল পড়ে যায় এই টুইট নিয়ে। তবে কত বড় ভুল করেছেন, তা বুঝতে পেরে পরক্ষণেই ওই টুইট মুছে দেন কংগ্রেস সাংসদ। কিন্তু এতে বিতর্ক একেবারেই থামেনি।
একজন সাংসদ হয়ে কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সরব হন নেটিজেনরা। সাংসদের এই টুইট ঘিরে টুইটারে শুরু হয়ে যায় ট্রোলিং। কেউ মজা করে লেখেন, “হ্যাঁ, মেসি তো আমার সহপাঠী ছিলেন”। আবার কেউ লেখেন, “বিশ্বকাপের পর মেসি ও তাঁর স্ত্রী অসমে এসেছিলেন”।