দাম্পত্য কলহ মেটাতে দ্বারস্থ হয়েছিলেন ‘সাধুবাবা’র, বধূকে বাড়িতে ডেকে গণধ’র্ষ’ণ সাধু ও তার সাগরেদের, অপমানে আত্মঘাতী মহিলা

তিনি নাকি স্বামী-স্ত্রীর মধ্যেকার কলহ মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এই মর্মে নানান বিজ্ঞাপন দেখেই মহিলা দ্বারস্থ হয়েছিলেন ওই ‘সাধুবাবা’র। কিন্তু ফল হল নির্মম। দাম্পত্য কলহ মিটিয়ে দেওয়ার নাম করে ওই মহিলাকে একাধিকবার ধ’র্ষ’ণ করেন ওই সাধুবাবা ও তার এক সাগরেদ। এমনই অভিযোগ করা হয়েছে মহিলার পরিবারের তরফে। পরিবারের কথায়, শেষ পর্যন্ত লজ্জা-অপমান না সহ্য করতে পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁয়।
সোমবার রাতে ‘সাধু’ সুকুমার দাস এবং জয়দেব নামে দুই ব্যক্তির বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মৃতার দাদা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সুকুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে।
মৃতার বাপের বাড়ির তরফে জানানো হয়েছে যে প্রায় ছ’বছর আগে বিয়ে হয় ওই মহিলার। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তাঁর। দু’জনের মধ্যে প্রায়শই ঝামেলা লেগেই থাকত। জানা গিয়েছে, একবার রাগ করে বাড়ি ছেড়ে চলে যান মৃতার স্বামী। এই নিত্য কলহ মেটানোর জন্য ওই সাধুর দ্বারস্থ হয়েছিলেন মহিলা।
অভিযোগ, ওই সাধু ও তার এক সাগরেদ মহিলাকে নানান ভাবে ভয় দেখিয়ে একাধিকবার তাঁকে ধ’র্ষ’ণ করে। শেষ পর্যন্ত লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা।
সূত্রের খবর, মৃত্যুর আগে একটি চিরকুটে এই গোটা ঘটনা লিখে রেখে গিয়েছেন ওই নির্যাতিতা মহিলা। এমনটাই দাবী তাঁর পরিবারের। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।