নরেন্দ্র মোদীকে খু’নের হুমকি, প্রধানমন্ত্রীর কেরল সফরের আগেই বাড়ল উদ্বেগ, তদন্ত শুরু গোয়েন্দাদের

আগামী সোমবার কেরলে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে শোভাযাত্রা করবেন তিনি। তাঁর এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর এরই মধ্যে এল প্রধানমন্ত্রীকে খু’নের হুমকি (death threat) দিয়ে চিঠি। কেরলের (Kerala) বিজেপির রাজ্য কমিটির অফিসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আত্মঘাতী হামলার হুমকি চিঠি আসে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ ও গোয়েন্দারা। গোটা কেরলে সতর্কতা জারি করা হয়েছে।
গত সপ্তাহে কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রন একটি চিঠি পান। সেই চিঠি পাঠানো হয়েছিল এরনাকুলামের বাসিন্দা জোসেফ জন নাদুমুত্তাথিলের তরফে। সেই চিঠিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়।
এই চিঠিতে উল্লেখ করা হয় যে প্রধানমন্ত্রীর কেরল সফরকালে তাঁর উপর আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। এই চিঠি নিয়ে বিজেপির অন্দরে বেশ শোরগোল পড়ে যায়। মোদীর সফর নিয়ে এখন উদ্বিগ্ন বিজেপি। এই চিঠি পাওয়ার পরই তা কে সুরেন্দ্রন ডিজিপি অনিল কান্তকে দেন। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চিঠির সত্যতা ও উৎস যাচাই করে দেখা হচ্ছ বলে খবর।
মোদীর এই কেরল সফরের আগে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে গোয়েন্দার এডিজিপি টি কে বিনোদ কুমারের তরফে। সেখানে এই হুমকি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। বলে রাখা ভালো, সাম্প্রতিককালে দেশজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় সংস্থা পিএফআই-এর বিরুদ্ধে অভিযান চালায়। নিষিদ্ধ করা হয়েছে পিএফআই-কে। সেই কারণে মোদীর প্রাণনাশের এই হুমকি চিঠিকে একেবারেই হালকা করে নিচ্ছেন না গোয়েন্দারা।
অন্যদিকে, কেরলের সফরে মোদীর নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করার জন্য কেরল সরকার ও পুলিশকে তোপ দেগেছে বিজেপি। কোচি পুলিশ কমিশনার জানিয়েছেন যে মোদীর এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২ হাজারেরও বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা থাকবে বলে জানানো হয়েছে তাদের তরফে।