৫ বছরে টাকা ‘ডবল’! টাকা তুলতে যেতেই মাথায় হাত বৃদ্ধ দম্পতির, প্রতারণার অভিযোগ Axis Bank-এর বিরুদ্ধে

নানান ধরণের প্রতারণার ঘটনা অহরহ ঘটে চলেছে আমাদের চারপাশে। আজকালকার যুগে কারোর উপর বিশ্বাস করাই যেন কঠিন হয়ে উঠেছে। ভালো মানুষীর সুযোগ নিয়ে ঠকাতে সিদ্ধহস্ত কিছু মানুষ। এবার প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ দম্পতি। ব্যাঙ্কের পর বিশ্বাস রেখে নিজের টাকা গচ্ছিত রেখে ঠকলেন তারা।
ঘটনাটি ঘটেছে নদিয়ার Axis Bank-এর ফুলিয়া ব্রাঞ্চে। ওই বৃদ্ধ দম্পতির ছেলে জানান, ২০১৮ সালে ওই ব্যাঙ্কের শাখার দু’জন কর্মী তাঁর বাবার সঙ্গে কথা বলে জানিয়েছিলেন যে সেই সময় যদি তিনি ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তা ৫ বছরে দ্বিগুণ হবে। সেই অনুযায়ীই, সমস্ত কাগজপত্রে সাক্ষর করে টাকা জমা দিয়ে সেই ফিক্সড ডিপোজিট করেন ওই বৃদ্ধ ভদ্রলোক। কিন্তু তখনও ঘুণাক্ষরেও তিনি টের পান নি যে তাঁর সঙ্গে কত বড় জালিয়াতি করা হচ্ছে।
টাকার প্রয়োজন পড়ায় কিছুদিন আগে ওই Axis Bank-এর শাখায় নিজের ওই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা তুলতে যান ওই বৃদ্ধ। আর তখনই আসল ঘটনার সম্মুখীন হন তিনি। তাঁকে ব্যাঙ্ক থেকে জানানো হয় যে তাঁর নামে কোনও ফিক্সড ডিপোজিটই নেই। বৃদ্ধ কাগজপত্র দেখালে, তাঁকে জানানো হয় তিনি যে টাকা জমা করেছিলেন সেটা কোনও ফিক্সড ডিপোজিট নয়, সেটা আসলে একটা পলিসি।
কিন্তু বৃদ্ধের কথায়, তিনি ফিক্সড ডিপোজিট বলেই টাকা জমা দিয়েছিলেন। ব্যাঙ্কের ওই কর্মীরা তাঁকে পলিসির বিষয়ে কিছু জানান নি। আসল ঘটনাটা হল, ব্যাঙ্কের ওই কর্মীরা বৃদ্ধকে ফিক্সড ডিপোজিট বলে টাকা নিয়ে সেই টাকা Axis Bank-এর ম্যাক্স লাইভ ইনসিওরেন্স নামের পলিসিতে জমা করেছেন। আর সেই পলিসি অনুযায়ী, এক লক্ষ টাকার পলিসি করলে বছরে এক লক্ষ টাকা করে পাঁচ বছর ধরে জমা করতে হবে। আর সেই টাকা কোনও ব্যক্তি তুলতে পারবেন আরও ৫ বছর পর।
ওই বৃদ্ধের ছেলের কথায়, ব্যাঙ্কের কর্মীরা তাঁর বাবার সেই ২ লক্ষ টাকা দিয়ে দুটি পলিসি করেন অর্থাৎ ১ লক্ষ টাকা করে দুটি পলিসি। আর নিয়ম অনুযায়ী, বৃদ্ধকে দুটি পলিসির জন্য বছরে এক লক্ষ টাকা করে দিতে হবে অর্থাৎ ৫ বছরে ১০ লক্ষ টাকা আর সেই টাকা ম্যাচিওর হবে আরও ৫ বছর পর অর্থাৎ ২০১৮ সালে।
বৃদ্ধের ছেলের কথায়, তিনি ওই Axis Bank-এর শাখার ম্যানেজারের সঙ্গে কথা বলেন এই বিষয়ে কিন্তু ম্যানেজার কোনও সদুত্তর দিতে পারেন নি। এমনকি, যে দুই ব্যাঙ্ক কর্মী ওই বৃদ্ধের থেকে ফিক্সড ডিপোজিটের নামে টাকা নিয়েছিলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলেন বৃদ্ধের ছেলে। কিন্তু তিনিও সঠিকভাবে কোনও উত্তরই দেন নি।
এই ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন বৃদ্ধের ছেলে। তিনি জানান, শেষ পর্যন্ত ব্যাঙ্কের তরফে তাঁকে জানানো হয়েছে যে তাঁকে একটি আবেদনপত্র জমা করতে হবে। কিছুদিন বাদে তাঁর বাবার জমা করা সেই ২ লক্ষ টাকা ফেরত দিয়ে দেবে ব্যাঙ্ক। তবে বাকি ফিক্সড ডিপোজিটের নামে টাকা দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হবে না। শুধুমাত্র ওই বৃদ্ধই নন, আরও অনেক গ্রাহকের সঙ্গেই এমন প্রতারণা করা হয়েছে ওই Axis Bank-এর শাখার তরফে, এমনই অভিযোগ উঠেছে।