দেশ

ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক ও অভিনেত্রী, ভর্তি হাসপাতালে, হুমকিই সত্যি হল না তো?

ফের একবার বিতর্কের মুখে পড়ল ‘দ্য কেরালা স্টোরি’। কোথাও করমুক্ত, কোথাও নিষিদ্ধ হওয়ার মাঝেই এবার দুর্ঘটনার মুখে পড়লেন এই ছবির পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। দু’জনেই হাসপাতালে ভর্তি।

দু’জনেই আপাতত বিপদ মুক্ত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হিন্দু একতা যাত্রার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য করিমনগরে যাচ্ছিলেন পরিচালক ও অভিনেত্রী। সেই সময় পথ দুর্ঘটনার মুখে পড়েন তারা। জখম হন দু’জনে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অনেক হুমকি পেতে হয়েছে ছবির নির্মাতা ও কলাকুশলীদের। ফলে এমন সময় পরিচালক ও অভিনেত্রীর দুর্ঘটনার খবরে বেশ চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা।

তবে সকলকে আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী আদা শর্মা। সকলকে ধন্যবাদ জানিয়ে আদা লেখেন, “আমি ভালো আছি। অনেকেই মেসেজ করেছেন, বুঝতেই পারছি আপনার অত্যন্ত চিন্তায় রয়েছেন। তবে এটুকুন জানাচ্ছি, আমরা সকলেই ঠিক আছি। বড় বিপদ হয়নি”।

তবে আদার আগে সুদীপ্ত নিজেও দুর্ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন বটে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, করিমনগরের জনসভায় যাওয়ার কথা থাকলেও স্বাস্থ্যের অবনতির কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য ক্ষমাও চান পরিচালক। সকলকে পাশে থাকারও আর্জি জানান তিনি। এরপরই দুর্ঘটনার কথা জানান আদা।

বলে রাখি, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এখনও চলছে। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। এ নিয়ে আদালতে মামলাও উঠেছে। অন্যদিকে, আবার উত্তরপ্রদেশ-সহ অনেক বিজেপি শাসিত রাজ্যেই এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। মাত্র কয়েকদিনেই ভালো ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’।

Back to top button
%d bloggers like this: