দেশ

ছটপুজোর রান্না করতে গিয়ে বিপত্তি, সিলিন্ডার ফেটে ভয়ানক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেল ৩০ জন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

গোটা পরিবার মিলে ছট পুজোর আয়োজন করেছিল। বেশ হইচই করেই মধ্যরাতে রান্না করা হচ্ছিল ছটপুজোর। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ছটপুজোর প্রসাদ তৈরির সময়ই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন।

ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে সকলকে। চিকিৎসাধীন সকলের মধ্যে ২৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঔরঙ্গাবাদের বাসিন্দা অনিল গোস্বামী। তাঁর বাড়ির মহিলারা মিলে ছট পুজোর প্রসাদ তৈরি করছিলেন। সেই সময় বাড়ির পুরুষ সদস্যরা বাইরে বসেছিলেন। আর রান্নার সময়ই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গোটা বাড়িতে আগুন লেগে যায়। গ্যাস বেরোতে থাকে। এর ফলে আরও ভয়াবহ আকার ধারণ করে এই আগুন।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। তবে আগুন এমনই ভয়াবহ আকার ধারণ করে যে তা আয়ত্তে আনা স্থানীয় বাসিন্দাদের সাধ্যের বাইরে ছিল। বিস্ফোরণের পরই খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।

কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় দমকল বাহিনী ও পুলিশ। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মীও ঝলসে গিয়েছেন বলে খবর।

এই ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের তড়িঘড়ি ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুজনকে আবার বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষের তরফে এখনও এই ঘটনার কারণ নিশ্চিত না করা হলেও বাড়ির মালিক অনিল বিশ্বাস জানিয়েছেন যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: