রাজ্য

জমেছে করোনার টিকার পাহাড়, মেয়াদ উত্তীর্ণ হয়ে টিকা নষ্ট হওয়ার আশঙ্কা, দ্রুত টিকা নেওয়ার নির্দেশ দিল নবান্ন

করোনা অতিমারির প্রকোপ এখন অনেকটাই কম। নেই কোনও বিধিনিষেধও। আর এর জেরে টিকা নেওয়ার তাগিদও কমেছে মানুষের মধ্যে। এর জেরে স্বাস্থ্য ভবনে জমেছে টিকার পাহাড়। মেয়াদ উত্তীর্ণ হয়ে সেসব টিকা যাতে নষ্ট না হয়ে যায়, তা নিশ্চিত করতে এখন তৎপর সরকার। স্বাস্থ্য দফতর সেই কারণে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে যাতে টিকা নষ্ট না হয়ে যায়, সেই ব্যবস্থা করতে।

সূত্রের খবর অনুযায়ী, নবান্ন থেকে জেলার স্বাস্থ্য আধিকারিকদের বলা হয়েছে, প্রয়োজনে টিকার জন্য বাড়ি বাড়ি ঘুরতে হবে। মানুষকে বুঝিয়ে টিকা নিতে রাজি করাতে হবে। টিকার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার আগেই তা কাজে লাগাতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে, রাজ্যে এই মুহূর্তে ৫ থেকে ৬ লক্ষ করোনার টিকা জমে রয়েছে। মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কমে গিয়েছে। অনেকেই এখনও পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজই নেন নি। আর বুস্টার ডোজ নেওয়া তো অনেক পরের বিষয়। তাই টিকা রক্ষা করতে তৎপর স্বাস্থ্য দফতর। যেসমস্ত টিকা জমে রয়েছে, তার মেয়াদ যদি উত্তীর্ণ হয়, তাহলে তা আর ব্যবহার করা যাবে না।

এহেন পরিস্থিতিতে নবান্নের তরফে স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। মাইকে প্রচার করার কথা বলা হয়েছে। বা অন্য কোনও পন্থা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে নবান্নের তরফে। এমনকি এও বলা হয়েছে যে প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করতে হবে যাতে তারা টিকা নেয়।

Back to top button
%d bloggers like this: