দেশ

ভোটে জিতলেই প্রেম করার সমস্ত খরচ বহন করবে দল! যুব সমাজের ভোট টানতে ‘প্রেমময়’ ইস্তাহার কংগ্রেসের

প্রেম করবেন আপনি কিন্তু পকেট থেকে খরচ হবেনা একটি টাকাও। কফি শপে প্রেম করাতে ছাড়পত্র দেওয়া হবে। আর সব সামলাবে কংগ্রেস। মোদীর রাজ্য গুজরাটে পুরনিগমের নির্বাচনে যুব সমাজের ভোট টানতে নিজেদের ইস্তেহার পত্রে এমনটাই ঘোষণা করেছে এবার কংগ্রেস।

আগামী ২১শে ফেব্রুয়ারি গুজরাটের আমেদাবাদ, সুরাট, রাজকোট, জামনগর, ভাবনগর সহ ৬ পুরনিগমের নির্বাচন রয়েছে।

আর এই  ইস্তাহারকে কেন্দ্র করেই এবার গোল বেঁধেছে গুজরাটে। তীব্র বিরোধিতায় সরব হয়েছে বিজেপি।

কংগ্রেস ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে দাবি তুলেছে পদ্ম শিবির। পাশ্চাত্য সংস্কৃতিকে সমাজে প্রবেশ করিয়ে ‘লাভ জিহাদ’-এর প্রচার চালাচ্ছেন হাত শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেসের তরফে ইস্তাহার প্রকাশ করে জানানো হয়েছিল আসন্ন পুরনিগমের নির্বাচনে ভোটে জিতলেই রাজ্যের যুগলদের বিনামূল্যে কফিশপে গন্তব্য প্রেমে পাঠানো হবে। যার পুরো খরচটাই বহন করবে দল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। তাঁদের দাবি, এতে করে কংগ্রেস যুব সমাজকে প্রভাবিত করছে।

এই ইস্তেহারের তীব্র নিন্দা জানিয়ে ভাদোদারার বিজেপি মুখপাত্র বিজয় শাহ জানিয়েছেন, ‘কংগ্রেস কখনই ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করেনি। প্রেম করা ব্যাপারটা পাশ্চত্যের স্টাইল। পাশ্চত্যে প্রেম করাটা প্রয়োজন কারণ তারা কেউ নিজেদের পরিবারের সঙ্গে থাকে না। তাঁরা প্রেম করে নিজেদের একাকিত্ব দূর করবে বলে। কিন্তু ভারতে বিশেষ করে গুজরাটে যেখানে প্রত্যেকেই নিজেদের পরিবারের সঙ্গে মিলেমিশে থাকে, যেখানে একাকিত্ব বলে কিছুই নেই, সেখানে প্রেম করাতো দূর এই ব্যাপারটি প্রচার করাও ভুল। প্রেম মানে শুধুই শারীরিক চাহিদা মেটানোর মতলব, এর সঙ্গে মানসিক বা মনের কোনও যোগাযোগ নেই।’

তিনি আরও জানিয়েছেন, ‘এখন কংগ্রেস প্রেম করাকে তোল্লাই দিচ্ছে। এরপর মদ খাওয়া সিগারেট কিংবা গাঁজা খাওয়াকে তোল্লাই দেবে। সমাজে কিছু সংগঠন রয়েছে যারা হিন্দু মেয়েদের ভুল পথে চালনা করে। প্রেম করা মানেই লাভ জিহাদকে তোল্লাই দেওয়া। তাই লাভ জিহাদের উপর আমরা আগামী বিধানসভা নির্বাচনে একটি বিশেষ বিল আনব।’
যদিও নিজেদের দলের সিদ্ধান্তের সাফাই দিতে গিয়ে কংগ্রেস নেতা চন্দ্রকান্ত শ্রীবাস্তব বলেছেন, ‘সমাজের পরিবর্তন দরকার সঙ্গে চিন্তাভাবনারও। প্রত্যেক পয়সার দুটি দিক রয়েছে। প্রত্যেক ইস্তেহারপত্রের গুরুত্ব রয়েছে। মানুষ সবকিছুতেই খুঁত খুঁজবে। কিন্তু আমাদের মানুষের ভালোর জন্য কাজ করে যেতে হবে।’
Back to top button
%d bloggers like this: