দেশ

BREAKING: ফ্ল্যাট থেকে উদ্ধার রাজ্য বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

সকাল সকাল বড় দুর্ঘটনা। আজ, বুধবার সকালেই নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ। এ ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালের কাছে সাংসদদের জন্য বরাদ্দ আবাসন থেকে উদ্ধার হয় বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মার ঝুলন্ত দেহ। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে তিনি নির্বাচিত হন। তিনি আত্মঘাতী হয়েছেন না তাঁকে খুন করা হয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

BREAKING: ফ্ল্যাট থেকে উদ্ধার রাজ্য বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে 2

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সংশ্লিষ্ট আবাসনের কেয়ারটেকার পুলিশকে ফোন করে জানান যে রামস্বরূপ শর্মা নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর মাণ্ডির সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের তরফে মনে করা হচ্ছে যে তিনি আত্মহত্যাই করেছেন। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন- নদীর ধারে মিলল বিজেপি কর্মীর মৃতদেহ, অভিযোগের তীর তৃণমূলের দিকে, ভোটের মুখে উত্তপ্ত বীরভূম

৬২ বছর বয়সী ওই বিজেপি সাংসদ দীর্ঘদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। মৃদুভাষী বলেই তিনি পরিচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তিনি। ভোটে জিতে সাংসদ হন রামস্বরূপ শর্মা। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের নাতি আশ্রয় শর্মাকে হারিয়ে দ্বিতীয়বার জয়ী হন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় ছিলেন। ১৪ই মার্চ রবিবার শেষ টুইট করেন তিনি।

দলীয় সাংসদের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিজেপি মহলে। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ সন্ধ্যায় দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এই দুর্ঘটনার জন্য বৈঠক স্থগিত রাখা হয়েছে।

Back to top button
%d bloggers like this: