‘হিন্দু মেয়েদের পার্সে লিপস্টিক নয়, ছুরি রাখা উচিত’, ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে হিন্দুত্ববাদী নেত্রী, ভাইরাল ভিডিও

ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রাচী। গতকাল, মঙ্গলবার মধ্যপ্রদেশের রতলামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নানান বিতর্কিত মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্যের ভিডিও এখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল। এই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “হিন্দু মেয়েদের পার্সে চিরুনি এবং লিপস্টিক না রেখে ছুরি রাখা উচিত। জিহাদ আটকাতেই পার্সে ছুরি রাখা উচিত হিন্দু মেয়েদের”। তিনি আরও বলেন, “সমস্ত ভারতীয় হিন্দু মহিলাদের কট্টর বা গোঁড়া হওয়া উচিত। যেমন মুসলমানরা তাঁদের ধর্ম নিয়ে কট্টর, ঠিক তেমনই”।
মুসলিমদের উদ্দেশে মাঝেমধ্যেই উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে থাকেন ভিএইচপি নেত্রী সাধ্বী প্রাচী। গতকাল, বুধবার জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রধান মওলানা আরশাদ মাদানিকেও হুমকি দেন তিনি। মাদানির উদ্দেশে প্রাচী বলেন, “হিন্দু ধর্মের বিষয়ে বিবৃতি দেওয়ার পরিবর্তে নিজের কাগজ (পরিচয়পত্র সংক্রান্ত নথি) খোঁজা শুরু করা উচিত তাঁর। শীঘ্রই ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। সেখানে তাঁদের মতো মানুষের জায়গা হবে না”।
প্রাচী আরও বলেন, “মাদানি হিন্দি ধর্মের এ, বি, সি, ডি জানেন না। তা না হলে তিনি বলতেন না যে ওম এবং আল্লাহ একই”। কথায় কথায় দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠলে তখন প্রাচী বলেন, “জিহাদ ঠেকাতে পার্সে চিরুনি এবং লিপস্টিক না রেখে ছুরি রাখা উচিত হিন্দু মেয়েদের”।
#Watch: साध्वी प्राची ने कहा कि मदनी को हिंदू धर्म की A, B, C, D नहीं मालूम है। भारत का बंटवारा मदनी जैसे लोगों की वजह से हुआ था। भारत हिंदू राष्ट्र था और रहेगा। उन्होंने आगे कहा कि बेटियों को पर्स में लिपस्टिक की जगह चाकू रखना होगा। #SadhviPrachi #MadhyaPradesh pic.twitter.com/4PSVpeTP89
— Hindustan (@Live_Hindustan) February 15, 2023
উল্লেখ্য, এর আগে রবিবার এক অনুষ্ঠানে মওলানা আরশাদ মাদানি বলেছিলেন, “রাম, ব্রহ্মা বা শিব বলে কিছু নেই। মনু যে কি না আদম, এক ওমের উপাসনা করতেন। সেই ওমই হলেন আল্লাহ”। তাঁর এই মন্তব্যে বিস্তর বিতর্ক হয়। সেই মন্তব্য প্রসঙ্গে জৈন ধর্মের প্রচারক আচার্য লোকেশ মুনি বলেছিলেন, “আমরা কেবল সম্প্রীতিতে জীবনযাপনে একমত। কিন্তু ওম, আল্লাহ এবং মনু সম্পর্কিত এই সমস্ত গল্পই আবর্জনা। মাদানি অধিবেশনের পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট করে দেন”।
আচার্যের সেই মন্তব্যের প্রশংসা করেন সাধ্বী প্রাচী। তিনি সেই সময় বলেছিলেন, “জৈন মুনি যা বলেছেন তা প্রশংসনীয়। দেশের এমন সাধকের দরকার”। শুধু তাই-ই নয়, মাদানির উদ্দেশে হুমকি দিয়ে প্রাচী বলেছিলেন, “মাদানি, আমার কথা পরিষ্কার করে শুনে রাখুন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। আর এটা ঘটেছে মাদানির মতো লোকদের কারণে। তারা বলেছিল যে তারা হিন্দুদের সাথে থাকবে না। আর তখন হিন্দুরা বহু ত্যাগের পর হিনুস্তান পায়। মাদানি, শান্ত হও এবং শোনো, হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র ছিল, আছে এবং থাকবে। তুমি গিয়ে তোমার কাগজপত্র খুঁজে বের করো”।