পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় ভাঙন শাসক দলে! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ হাজার হাজার কর্মীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে। জমি শক্ত করতে উদ্যত সকলেই। আর এই নির্বাচনের প্রাক্কালেই শুরু হয়েছে দলবদলের হিড়িক। সম্প্রতি তৃণমূলের প্রায় হাজার খানেক কর্মী পদ্ম শিবিরে যোগ দিয়েছেন বলে খবর।
পঞ্চায়েত নির্বাচনের আগে এমন দলবদল যে তৃণমূলের জন্য বেশ ক্ষতিকর তা আর বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙায় এক হাজার সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে যে এমন কোনও ঘটনা ঘটে নি।
বিজেপি সূত্রে আরও দাবী, শুধু তৃণমূল নয় ভগবানগোলা থেকে অন্য দলের আরও হাজার সমর্থক এদিন বিজেপিতে নাম লিখিয়েছেন। দাবী, বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির কাছ থেকে তারা প্রত্যেকে দলীয় পতাকা হাতে তুলে নেন।
এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক আলি শেখ তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ তো সবে শুরু। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল হাড়ে হাড়ে টের পাবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আর তাদের পাশে নেই”। এই যোগদানের ঘটনা নিয়ে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে।
বেলডাঙার তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল কর্মী-সমর্থকদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “বিজেপিতে যারা যোগদান করেছেন তাদের তালিকাটা আমাদের দিতে বলুন দেখি”। এর পাশাপাশি তাঁর আরও দাবী, সংখ্যালঘু মানুষরা শাসকদলের সঙ্গেই রয়েছে।