বিদায় ঘণ্টা বেজেই গেল শীতের, আগামী কয়েকদিনেই হু হু করে বাড়বে তাপমাত্রা, লেপ-কম্বল গোটানোর সময় শুরু

এবার লেপ-কম্বল, সোয়েটার, গরম জামা গোটানোর সময় চলে এল বলেই মনে হচ্ছে। রাজ্য থেকে এবার এবছরের মতো পাকাপাকিভাবে বিদায় নেওয়ার পথে শীত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিনে শহরের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। নতুন করে আর তাপমাত্রার পতন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ও উত্তরবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে বলে খবর।
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ায় সকালের দিকে কুয়াশা থাকবে। রাজ্যের অন্যান্য জেলায় পরিষ্কার এবং মেঘমুক্ত আকাশ থাকবে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়ায়, যা বুধবারের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেশি হলেও স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গতকাল, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।