দেশ

পৃথিবী ছাড়িয়ে এবার মহাকাশে উড়ল তেরঙ্গা! ছোটদের তৈরি স্যাটেলাইট দেখাল কামাল

দেশজুড়ে পালিত হলো ৭৫ তম স্বাধীনতা দিবস। কোথাও হল ৬৫০০ জন শিক্ষার্থী নিয়ে মানব পতাকা, আবার নৌসেনার জাহাজে মাঝ সমুদ্রে উড়েছে জাতীয় পতাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে ‘হর ঘর তেরাঙা’ কর্মসূচির আজ ছিল চূড়ান্ত পর্ব।তাই পৃথিবী ছড়িয়ে মহাকাশে উড়ল পতাকা।

ভারতে ছোটদের বিজ্ঞান গবেষণা বেসরকারি সংস্থা ‘স্পেস কিডজ ইন্ডিয়া’র উদ্যোগে ৭৫০ জন পড়ুয়া নিয়ে এই কাজ সম্পন্ন হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা এই স্যাটেলাইট বানিয়েছে। একটি ছোট রকেটে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

প্রথমে কথা ছিল, এই স্যাটেলাইট পৃথিবীর বাইরে কক্ষপথে ঘুরবে এবং ইসরোকে তথ্য দিয়ে সাহায্য করবে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই কাজে ব্যাঘাত ঘটায় তা আর হয়নি। তবে আজ পতাকা উত্তোলন সফল হয়েছে।

আজ সকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা পতাকা উত্তোলন করেন। ওইদিন প্রায় ২ ঘন্টা ২২ মিনিট জাতির উদ্দেশ্য বক্তব্য রেখেছেন। ওঁর গলায় নারীদের সম্মান, দেশকে আরও আত্মনির্ভর করার কথা শোনা গেছে।

Back to top button
%d bloggers like this: