দেশ

ভারতের দক্ষিণের শেষ প্রান্তে উন্মোচিত হ’ল ৭৫ ফুট দীর্ঘ পতাকা! যার সাক্ষী থাকলো ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর

দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। সবাই নিজের মতো করে এ বছর স্বাধীনতার দিবস উদযাপন করবেন। সরকারের তরফ থেকেও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অন্যতম অঙ্গ হিসেবে তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে উন্মোচিত হ’ল ৭৫ ফুট দীর্ঘ পতাকা।

দেশের একদম দক্ষিণে দেশের এই স্থানটিতে ভারত মহাসাগরে এসে মিশেছে আরব সাগর এবং বঙ্গোপসাগর। থিরুঅনন্তপুরমের প্যাঙ্গোডা মিলিটারি স্টেশনের অফিসাররা এই কাজটি করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আজাদি কা অমৃত মহোৎসবেরই অংশ এটি।

এই ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫০ জন স্কুল ছাত্রীর তৈরি করা রকেট ইসরোর সাহায্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হ’ল। এই রকেট একটি স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল, যাদের এসএস এলভি বলা হয় তা এটি বহন করল।

এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে আজ ১৩ অগাস্ট থেকে দেশের নানা প্রান্তে শুরু হয়ে গেছে আজাদি কা অমৃত মহোৎসব পালন।

Back to top button
%d bloggers like this: