‘স্বয়ং শিবও বাঁচাতে পারবেন না শিবসেনাকে’, মন্তব্য কঙ্গনার!মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের পতনে বেজায় খুশি বলিউডের কুইন

রাজনৈতিক কোনও দলের সঙ্গে যুক্ত নন তিনি। তবুও তিনি বারবার রাজনৈতিক মন্তব্য করে বসেন । তিনি অর্থাৎ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বেশ কিছুদিন ধরে কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঠোকাঠুকি চলছিল। অভিনেত্রীর অফিস ভেঙে ফেলেছিল মুম্বাই পৌরনিগম।
তখন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, তাঁর ঘর ভেঙেছে কাল উদ্ধবের অহঙ্কার ভাঙবে।। কঙ্গনার সেই অভিশাপই যেন ফলে গেলো। গতকাল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন উদ্ধব ঠাকরে। সেই ঘটনাকে কেন্দ্র করে ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
তিনি ভিডিওতে জানিয়েছেন, ‘২০২০ তে আমি বলেছিলাম গণতন্ত্রের মূল বিষয় হয় বিশ্বাস। কেউ যদি ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের বিশ্বাস ভাঙে, তারও অহংকার চূর্ণ হবে। এটা কোনও ব্যক্তি বিশেষের শক্তি নয়। এটা সচ্চরিত্রের শক্তি। হনুমানজিকে শিবের দ্বাদশ অবতার বলে মানা হয়। আর যখন শিবসেনাই হনুমান চালিশাকে বয়কট করে তখন তো তাঁদের স্বয়ং শিবও বাঁচাতে পারবেন না। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।’
View this post on Instagram
উল্লেখ্য প্রায় দু’ বছর আগে কঙ্গনা হিমাচল প্রদেশে নিজের বাড়িতে থাকা কালীন তাঁর অফিস ভেঙে গুড়িয়ে দেয় বিএমসি। সেই ঘটনার ক্ষোভ উগরে দিতেই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিও বার্তা পোস্ট করে ওইদিন।